বঙ্গনিউজবিডি ডেস্ক: শ্রীলংকার বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামীকাল দেশ ছাড়ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল।
শ্রীলংকায় পা রাখার পর চারদিনের কোয়ারেন্টাইনে থাকবে বাংলাদেশের যুবারা। এরপর ডাম্বুলার রাঙ্গিরি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে (আরডিআইসিএস) অনুশীলন শুরু করবে তারা।
আরডিআইসিএসেই সিরিজের সবকটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ১৫, ১৮, ২০, ২৩ এবং ২৫ অক্টোবর। ২৬ অক্টোবর দেশের উদ্দেশ্যে শ্রীলংকা ছাড়বে বাংলাদেশ যুব দল।
সম্প্রতি দেশের মাটিতে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে আফগানিস্তানকে ৩-২ ব্যবধানে হারায় বাংলাদেশ যুব দল। তবে একমাত্র চারদিনের ম্যাচে হার মানে বাংলাদেশ।
আসন্ন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে সিরিজটি খেলছে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ।
শ্রীলংকা সফরের জন্য বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: মাহফিজুল ইসলাম, ইফতেখার হোসেন ইফতি, প্রান্তিক নওরোজ নাবিল, এসএম মেহেরব হোসেন (অধিনায়ক), আইচ মোল্লা (সহ অধিনায়ক), আব্দুল্লাহ আল মামুন, গাজী তাহজিবুল ইসলাম, আরিফুল ইসলাম, মাকসুদুর রহমান, মোহাম্মদ মুশফিক হাসান, রিপন মন্ডল, আশিকুর জামান, মহিউদ্দিন তারেক, নাইমুর রহমান নয়ন, আহসান হাবিব লিওন, মোহাম্মদ গোলাম কিবরিয়া।
স্ট্যান্ডবাই: মোহাম্মদ খালিদ হাসান, মোহাম্মদ আশরাফুল ইসলাম সিয়াম, আরিফ আহমেদ অনিক, মোহাম্মদ সাকিব শাহরিয়ার, মাহফুজুর রহমান রাব্বি।