হাসনাত তুহিন ফেনী প্রতিনিধি:-জেলা প্রশাসন, জেলা স্বাস্থ্য বিভাগ এবং সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে দুই দিন ব্যাপি ( ২২-২৩ জানুয়ারি) ফলোআপ বিশেষজ্ঞ চিকিৎসা সেবা সুনিশ্চিত করার মাধ্যমে সিভিল সার্জন কার্যালয়ে আয়োজিত ফলোআপ বিশেষজ্ঞ স্বাস্থ্য সেবা ক্যাম্প আনুষ্ঠানিক ভাবে শেষ হয়েছে।
গত দুই দিনে উক্ত ক্যাম্পে সর্বমোট ৭৬ জন আহত ভাইকে ফলোআপ সেবা প্রদান করা হয়। তম্মধ্যে ২১ জনকে ঢাকার বিভিন্ন বিশেষায়িত হাসপাতালে রেফার করা হয়। উক্ত ক্যাম্পে সিভিল সার্জন অফিস এবং সমাজসেবা অফিস ফ্রি মেডিসিন সরবরাহ করেন।
২৬ জানুয়ারি সকালে ফেনীর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে, ঢাকার বিভিন্ন বিশেষায়িত হাসপাতালে রেফার করা আহতদের অনুদান প্রদান করেন। অনুদান প্রাপ্তরা ২৭ জানুয়ারি সকালে ফেনীর স্টার লাই যোগে ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা গ্রহণের উদ্দেশ্য রওয়ানা হয়েছে।
দৈনিক জবাবদিহির ফেনী জেলা প্রতিনিধি আহত সাংবাদিক হাসনাত তুহিন কে চিকিৎসার জন্য ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসাইন্সেস হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।