বঙ্গনিউজবিডি ডেস্ক : ইয়েমেনে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের হামলায় পাঁচজন নিহত ও ছয়জন আহত হয়েছে বলে শুক্রবার জানিয়েছেন হুতি বিদ্রোহীদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি।
ইয়েমেনের রাজধানী সানায় ইয়াহিয়া সারি বলেন, গাজায় অব্যাহত ইসরায়েলি অপরাধের প্রতি সমর্থনের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ও ব্রিটিশ শত্রুরা রাজধানী সানা এবং হোদেইদা, তাইজ, হাজ্জাহ ও সাদা প্রদেশের গভর্নরেট লক্ষ্য করে ৭৩টি হামলা চালিয়েছে। ইয়েমেন প্রজাতন্ত্রের বিরুদ্ধে নৃশংস আগ্রাসন শুরু করেছে।
এরপর তিনি নিশ্চিত করেন, হামলার ফলে পাঁচজন নিহত এবং আরও ছয়জন আহত হয়েছেন।
হুতি মুখপাত্র জানান, তারা লোহিত সাগরে ইসরায়েলগামী বাণিজ্যিক জাহাজের বিরুদ্ধে তাদের সাম্প্রতিক হামলা অব্যাহত রাখবে।
ইয়াহিয়া সারি বলেন, ইয়েমেনের সশস্ত্র বাহিনী অধিকৃত ফিলিস্তিনের বন্দরগুলিতে যাওয়া ইসরায়েলি জাহাজগুলিকে আরব ও লোহিত সাগরে চলাচল থেকে বিরত রাখবে। সূত্র: সিএনএন