1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
বিগত দিনের ভঙ্গুর শিক্ষাব্যবস্থা দেশের শিক্ষা খাতকে ধ্বংস করে দিয়ে গেছে : উপাচার্য ড. এএসএম আমানুল্লাহ ডেঙ্গু আক্রান্তে আজও ১০ জনের মৃত্যু, নতুন সনাক্ত ৮৮৬ ছাত্র-জনতার ওপর একাই ২৮ গুলি ছোড়া তৌহিদুল গ্রেফতার লক্ষ্মীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে নাগরিক প্লাটফর্ম এর জেলা কমিটি পুনর্গঠন মানুষকে সম্মান দিতে পারেননি বলেই শেখ হাসিনা পালিয়েছেন, লক্ষ্মীপুরে এ্যানি চৌধুরী যখন কোন কিছু বিনামূল্যে পাওয়া যায়, বুঝে নিও তার জন্য অনেক বড় মূল্য দিতে হবে দেশের সংকট সমাধানে দ্রুত নির্বাচন প্রয়োজন: তারেক রহমান সহনশীল রাখার চেষ্টা করা হবে রোজায় বাজার: বাণিজ্য উপদেষ্টা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের পরামর্শ

বড় সংগ্রহের পথে শ্রীলঙ্কা

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১
  • ৩৬৩ বার দেখা হয়েছে

দিনের খেলায় লঙ্কানদের ৫ উইকেটের ৩টিই নিয়েছেন তাসকিন। প্রথম দিনের থেকেও লাইন-লেন্থ মেনে দারুণ বোলিং করে গেছেন। পুরষ্কার স্বরূপ এই ধরণের ব্যাটিং পিচেও পেয়েছেন উইকেটের দেখা। প্রথম উইকেটটা ১৪০ রান করা লাহিরু থিরিমান্নের। ধৈর্যশীল ব্যাটিংয়ে এগোচ্ছিলেন এই বাঁহাতি। হঠাৎই একটু মনোযোগ হারান।

শরীর তাক করে আসা তাসকিনের বল শাফল করে খেলার চেষ্টায় করলে তার গ্লাভস ছুঁয়ে বল চলে যায় উইকেটরক্ষক লিটন দাসের হাতে। ভাঙে ওশাদা ফার্নান্দোর সঙ্গে দ্বিতীয় উইকেটে ১০৪ রানের জুটি। দুই বল পরই আরেকটি উইকেট পাওয়ার সুযোগ এসেছিল তাসকিনের। তার অফ স্টাম্প ঘেঁষা দুর্দান্ত ডেলিভারি ডিফেন্স করার চেষ্টায় পরাস্ত হন এ্যাঞ্জেলো ম্যাথুস।

বোলার, উইকেটরক্ষক, অধিনায়ক কিংবা ফিল্ডারই কেউই আবেদন করেননি। কিন্তু আল্ট্রা এজ-এ প্রমাণ মেলে ব্যাটে বলের স্পর্শের। সেটির চড়া মূল্য অবশ্য দিতে হয়নি বাংলাদেশকে। নিজের এক ওভার পরই তাসকিন ফিরিয়ে দেন ম্যাথুসকে। ব্যাটের কানা ছুঁয়ে আসা ক্যাচ ঝাঁপিয়ে গ্লাভসে বন্দী করেন লিটন। শূন্য রানে বেঁচে যাওয়া ম্যাথুস ফেরেন ৫ রানে।

প্রথম টেস্টে দেড়শ ছাড়ানো ইনিংস খেলা ধনাঞ্জয়া ডি সিলভাকে টিকতে দেননি তাইজুল ইসলাম। বাঁহাতি স্পিনারের অফ স্টাম্পের বল জায়গায় দাঁড়িয়ে ডিফেন্স করতে চেয়েছিলেন ধনাঞ্জয়া। ব্যাটের কানায় স্পর্শ করে লিটনের গ্লাভস ছুঁয়ে বল চলে যায় স্লিপে নাজমুল হোসেন শান্তর হাতে। দুইবারের চেষ্টায় বল মুঠোবন্দি করেন তিনি।

দ্বিতীয় সেশনের প্রথম ঘণ্টা নিরাপদেই কাটিয়ে দেয় শ্রীলঙ্কা। ওশাদার সঙ্গে জমে যায় পাথুম নিশানকার জুটি। পানি পানের বিরতির কিছুক্ষণ পর এই জুটি ভাঙতে অধিনায়ক দ্বারস্ত হন তাসকিনের। হতাশ করেননি, চতুর্থ বলেই বোল্ড করে দেন নিসাঙ্কাকে। আউট হয়েছেন মাত্র ৩০ রান করে। এদিকে চমৎকার বোলিং করলেও পুরস্কার পাচ্ছিলেন না মিরাজ।

অবশেষে ওশাদা ফার্নান্দোকে ফিরিয়ে পান প্রথম সাফল্য। সুইপ করার চেষ্টায় বল তার গ্লাভস-প্যাড-ব্যাট ছুঁয়ে ক্যাচ উঠে যায়। ব্যাটসম্যানের চাওয়া বুঝতে পেরে লিটন আগেই সরে যান লেগে, গ্লাভসে জমান সহজ ক্যাচ। শেষ হয় ওশাদার ৮১ রানের ইনিংস। এরপর দলের রান বাড়িয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব নেন নিরোশান ডিকওয়েলা। খেলতেও থাকেন বেশ আত্রমণাত্বক মেজাজে। মাত্র ৪৮ বলেই ঝুয়ে ফেলেন হাফ সেঞ্চুরি। দিন শেষে অপরাজিত আছেন ৬৪ রানে। তার সঙ্গি হিসেবে আছেন রমেশ মেন্ডিস। তিনি অপরাজিত ২২ রানে। বাংলাদেশের হয়ে ৩টি উইকেট তাসকিনের। আর ১টি করে তাইজুল, মিরাজ এবং শরিফুলের।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com