মোঃ নজরুল ইসলাম জাকি : বগুড়ার শেরপুরের ভবানীপুর ইউনিয়ন বিএনপির পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছে শেরপুর উপজেলা বিএনপি।
বুধবার (২৬ জুন) রাত্রি ১০ ঘটিকায় শেরপুর উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু ও সাধারণ সম্পাদক ভিপি রফিকুল ইসলাম মিন্টু এর স্বাক্ষরিত ভবানীপুর ইউনিয়ন বিএনপির পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছে।
সভাপতি মির্জা আব্দুল বারী, সিনিয়র সহ-সভাপতি ইয়াকুব আলী রাঙ্গা, সাধারণ সম্পাদক জি এম মোস্তফা, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক শামীম আহমেদ, ১নং যুগ্ন সাধারণ সম্পাদক মোকলেছুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম সহ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছে।
এ ব্যাপারে শেরপুর উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু জানান, ভবানীপুর ইউনিয়ন বিএনপির কমিটি একটি জটিল বিষয় ছিল কিন্তু চড়াই উৎরাই পার করে আগামী দিনের আন্দোলন সংগ্রামে নতুন কমিটি মূখ্য ভূমিকা পালন করবে। একই পদের জন্য একাধীক প্রার্থী থাকায় পদবী নিয়ে অনেকেই ক্ষোভ করছেন কিন্তু দলকে ভালবাসলে পদবী নিয়ে ভাবলে হবে না। আমি নিজে বহু বছর দলের পদ-পদবীর বাইরে ছিলাম কিন্তু দলের সাথে কখনও বেইমানি করি নাই। আশা করছি রাগ ক্ষোভ শেষে দলকে ভালবেসে কাঙ্খিত পদবঞ্চিতরা আবার দলে ফিরে আসবে ।
শেরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি রফিকুল ইসলাম জানান, একাধীক প্রার্থী থাকায় কাউকে না কাউকে বাদ দিতে হবে। আমরা সঠিক ব্যক্তিদেরকেই কমিটিতে স্থান দিয়েছি। নতুন কমিটি আগামী দিনে লড়াই ও আন্দোলন সংগ্রামে ভুমিকা পালন করবে।
ভবানীপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক আবু তাহের জানান, দীর্ঘদিন পরে ভবানীপুর ইউনিয়ন বিএনপির যে কমিটি দিয়েছে তা অত্যান্ত সুন্দর হয়েছে। নতুন কমিটির নেতৃত্বে আগামী দিনের আন্দোলন সংগ্রাম আরও জোড়দার হবে।