বঙ্গনিউজবিডি ডেস্ক: মহামারী করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বিশ্বের অধিকাংশ দেশেই মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছিল। তবে সংক্রমণ কমে আসায় এ ধরনের বিধিনিষেধ শিথিল হচ্ছে। এখন থেকে ভারতের বিমানবন্দরেও আর বাধ্যতামূলকভাবে মাস্ক পরতে হবে না। অভ্যন্তরীণ বা আন্তর্জাতিক ফ্লাইটগুলিতে একই নিয়ম চালু হচ্ছে। বুধবার ভারতীয় বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ের জারি করা একটি আদেশে এ তথ্য জানানো হয়েছে।
এতদিন ভারতে ফ্লাইটে ভ্রমণের সময় মাস্ক বা ফেস কভার ব্যবহার বাধ্যতামূলক ছিল। বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে বিষয়টি নিয়ে পর্যালোচনা বৈঠকের পরে এ বিধিনিষেধ শিথিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এয়ারলাইন্সের সাথে আলোচনার সময় মন্ত্রণালয় বলেছে, কোভিড -১৯ এর সংক্রমণ প্রতিরোধে সরকারের গৃহীত নীতির সাথে সামঞ্জস্য রেখে সর্বশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এয়ারলাইন্সগুলো যাত্রীদের মাস্ক পরতে উৎসাহিত করতে পারবে তবে কোনো জরিমানা করা যাবে না। সূত্র : খালিজ টাইমস