বঙ্গনিউজবিডি রিপোর্ট : ভারতের ওরিষায় ভয়াবহ রেল দূর্ঘটনায় ব্যাপক সংখ্যক মানুষের মর্মান্তিক প্রাণহানি ও আহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পল্লীবন্ধু এরশাদ ও রওশন এরশাদ পুত্র, রংপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য রাহ্গির আল মাহি সাদ এরশাদ।
সাংসদ সাদ এরশাদ আজ এক শোক বার্তায় বলেন, ওরিষায় ঘটে যাওয়া মর্মান্তিক এই রেল দূর্ঘটনায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা ২৮৮ তে দাঁড়িয়েছে । আহত হয়েছেন হাজারের বেশি মানুষ। এর মধ্যে দু’জন বাংলাদেশীও রয়েছেন। তিনি নিহতদের সৎকার, আহতদের যথাযথ চিকিৎসা সেবা নিশ্চিত করে উপযুক্ত ক্ষতিপূরুণ প্রদানের জন্য ভারত সরকারের প্রতি বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন।
সাদ এরশাদ এমপি, নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনা করার পাশাপাশি আহতদের দ্রুত সুস্থ্যতা কামনা করেছেন। একই সাথে তিনি শোকার্ত পরিবার গুলোর প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।