বোলিং আক্রমনে আফগান অধিনায়ক হাশমাতুল্লাহর উইকেট দিয়ে নিজের শুরুটা করেন মিরাজ। এরপর তার শিকার হয়েছেন রশিদ খান ও মুজিব উর রহমান। তিন উইকেট দখলে নিয়ে ১৫৬ রানে আফগানদের গুটিয়ে দিতে বড় অবদান ছিলো মিরাজের।
এরপর দুই ওপেনারের ব্যর্থতার পর টাইগারদের হয়ে ব্যাট হাতেও প্রতিরোধ গড়েন মেহেদী মিরাজ। তিনে নেমে নাজমুল হোসেন শান্তর সাথে ৯৭ রানের পার্টনারশিপ গড়েন।
৭৩ বলে ৫৭ রানের কার্যকরি ইনিংস খেলেছেন মিরাজ। আর বল ও ব্যাটের এই নৈপুণ্যই চলতি বিশ্বকাপে টাইগারদে প্রথম ম্যাচে মিরাজকে করেছে ম্যাচ সেরা।