জুনায়েদ আহম্মেদ, লক্ষ্মীপুর : শহিদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে ভাষা শহীদদের স্মরণে শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। দিবসটি উপলক্ষে ১২টা ১ মিনিটে শহীদবেদিতে ফুল দিয়ে শুরুতেই শ্রদ্ধা জানান জেলা প্রশাসক রাজিব কুমার সরকার।
এরপর লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার মোঃ আকতার হোসেন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), লক্ষ্মীপুর মোঃ হাসান মোস্তফা স্বপন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহা: রেজাউল হক, ডিআইও-১ মোঃ মাহফুজুর রহমান, লক্ষ্মীপুর মডেল থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মোন্নাফ ও টিআই (প্রশাসন) প্রশান্ত কুমার দাস।
পরে শহীদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি, পৌর প্রশাসক জসীম উদ্দিন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল, লক্ষ্মীপুর সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এদিকে সকালে প্রভাত ফেরিসহ শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন লক্ষ্মীপুর জেলা বিএনপি আহবায়ক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহবায়ক এডভোকেট হাছিবুর রহমান হাছিবসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।