বঙ্গনিউজবিডি ডেস্ক : ঘড়ির কাঁটায় তখনও ম্যাচের ১০ মিনিট পূর্ণ হয়নি। তিন মিনিটের মধ্যে দুইবার বার্সেলোনার জালে বল পাঠালেন ভিনিসিউস জুনিয়র। শুরুতেই কোণঠাসা হয়ে পড়া কাতালান দলটি পারল না আর ম্যাচে ফিরতে। দুই ব্রাজিলিয়ানের নৈপুণ্যে স্প্যানিশ সুপার কাপের শিরোপা পুনরুদ্ধার করল রেয়াল মাদ্রিদ।
সৌদি আরবের রিয়াদের কিং সাউদ ইউনিভার্সিটি স্টেডিয়ামে রোববার রাতে ফাইনালে ৪-১ গোলে জিতেছে কার্লো আনচেলত্তির দল।
প্রথমার্ধে দুর্দান্ত এক হ্যাটট্রিক করে রেয়ালের নায়ক ভিনিসিউস। তার দ্বিতীয় গোলে সহায়তা করা রদ্রিগো করেন দলের চতুর্থ গোলটি। শেষ ২০ মিনিট ১০ জন নিয়ে খেলা বার্সেলোনার একমাত্র গোলটি করেন রবের্ত লেভানদোভস্কি।
গত বছর এই রিয়াদেই রেয়ালকে ৩-১ গোলে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের রেকর্ড ১৪তম শিরোপা জিতেছিল বার্সেলোনা। এবার চিরপ্রতিদ্বন্দ্বীদের হারিয়ে মধুর প্রতিশোধ নিল মাদ্রিদের দলটি, কমাল ব্যবধানও। প্রতিযোগিতাটিতে এটি তাদের ১৩তম শিরোপা।