বঙ্গনিউজবিডি ডেস্ক : ভ্যাকসিন আনার চেষ্টা চলছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আমরা ভ্যাকসিন আনতে চীন ও রাশিয়ার সঙ্গে চুক্তিবদ্ধ হচ্ছি। আশা করি আমরা খুব তাড়াতাড়ি ভ্যাকসিন পেয়ে যাব।
শুক্রবার বিকেলে সদর উপজেলার গড়পাড়াস্থ শুভ্র সেন্টারে করোনায় ক্ষতিগ্রস্ত দুস্থ্য মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণকালে এসব বলেন মন্ত্রী।
তিনি বলেন, আমাদের হাতে এখনো কিছু ভ্যাকসিন আছে, ভ্যাকসিন ভারত থেকে না পাওয়ার ফলে প্রথম ডোজ বন্ধ করা হয়েছে, এর মধ্যে যদি আমরা ভাকসিন না পাই তাহলে কিন্তু দ্বিতীয় ডোজ দেয়া কঠিন হয়ে যাবে।