মো:রমিজ আলী, সীতাকুণ্ড প্রতিনিধি(চট্টগ্রাম) : সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়নে সোনারপাড়া ফুটবল ক্লাব কর্তক আয়োজিত রাত্রীকালীন মিনিবার ফুটবল টুনামেন্টে মছজিদ্দা জুনিয়র একাদশকে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রাখলো মরহুম বাহাদুর মেম্বার স্মৃতি একাদশ।
গত বৃহস্পতিবার (২ জানুয়ারি) অনুষ্ঠিত খেলায় মরহুম বাহাদুর মেম্বার স্মৃতি একাদশে’র কাছে ১-০ গোলে পরাজিত হয় মছজিদ্দা জুনিয়র একাদশ।সোনারপাড়া ফুটবল ক্লাব কতৃক আয়োজিত রাত্রিকালীন মিনিবার ফুটবল টুনামেন্ট সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়নে সোনারপাড়ার অনুষ্ঠিত হচ্ছে রাত্রিকালীন মিনিবার ফুটবল টুর্ণামেন্ট।
গতকাল বৃহস্পতিবার সন্ধায় ৭টায় সোনারপাড়ার মাঠে অনুষ্ঠিত সোনারপাড়া ফুটবল কৃর্তক ফুটবল টুর্ণামেন্টের এই খেলায় প্রধান অতিথির বক্তৃতা করেন, কুমিরা ইউনিয়ন বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক মো:মনজুরুল আলম মন্জু, কৃষক দলের সাবেক সাধারণ জাবেদ।
খেলার নির্ধারিত সময়ের প্রথমার্ধের খেলা ১-০ গোলে খেলা শেষ হয়। দ্বিতীয়ার্ধের ১-০ শূন্য গোলে খেলার নিধারিত সময় শেষ হয়। পরবর্তীতে খেলায় মরহুম বাহাদুর মেম্বার স্মৃতি একাদশ ১-০ গোলে মছজিদ্দা জুনিয়র একাদশকে হারিয়ে জয় নিশ্চিত করেন।খেলার শুরু থেকে আক্রমণ-পাল্টা আক্রমণের এ খেলায় উভয় দলের খেলোয়াড়রা বেশ কয়েকবার গোলের সুযোগ পেয়েও আর কোন গোল করতে পারেনি মছজিদ্দা জুনিয়র একাদশ। উভয় দলের খেলোয়াড়দের আক্রমণ পাল্টা আক্রমণে টানটান উত্তেজনাপূন্য হয়।
মরহুম বাহাদুর মেম্বার স্মৃতি
একাদশ : ফরহাদ,জিহাদ,তারেক,ইসমাইল,ইসতিয়াক।