মো.এমরুল ইসলাম জেলা প্রতিনিধি,নরসিংদী :
নরসিংদীর মনোহরদীতে ঈদ আনন্দ প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(১ এপ্রিল)উপজেলার খিদিরপুর বহুমূখী উচ্চ বিদ্যালয় মাঠে খিদিরপুর লিজেন্ডস স্পোর্টিং ক্লাবের আয়োজনে ঈদ আনন্দ প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়।
উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় কমিটির সাবেক সহ:দপ্তর সম্পাদক,এড.আজিজুর রহমান।
প্রীতি ম্যাচে মর্ডান খিদিরপুর ক্রিকেট একাদশ-ডাইনামিক খিদিরপুর ক্রিকেট একাদশকে ২১ রানে পরাজিত করে ট্রফি অর্জন করে।
খিদিরপুর লিজেন্ডস স্পোর্টিং ক্লাবের সভাপতি ও খিদিরপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন ভূঁইয়া ফরিদ এর সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন খিদিরপুর (ডিগ্রী)কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো.নাজিম উদ্দীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,খিদিরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো.আশিকুর রহমান মানিক মাষ্টার,খিদিরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আনোয়ার হোসেন,উপজেলা বিএনপির সদস্য ও মনতলা সিনিয়র ফাজিল(ডিগ্রী)মাদ্রাসার বাকিউল ইসলাম বাকি,ডা.এইচ.এম কবীর,ফেনী সাউথ ইস্ট ডিগ্রী কলেজ এর প্রভাষক,মো.মুখলেছুর রহমান প্রমূখ।
এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিউচ্যুয়াল ট্রাষ্ট ব্যাংক এর ব্যবস্থাপক কামরান হোসেন তুহিন,খিদিরপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি বজলুর রহমান,যুগ্ম-সাধারণ সম্পাদক আহাদুল করিম সরকার,ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি রায়হান উদ্দীন দোলন,মনোহরদী উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক খন্দকার সেলিম রেজা,খিদিরপুর ইউনিয়ন যুবদলের ২ নং ওয়ার্ডের সভাপতি মোহাম্মদ আলী-সহ ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।