ডা: মুন জানান, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টার মধ্যে হাসপাতালের করোনা ইউনিটে করোনায় মারা যাওয়া ১০ জনের মধ্যে আটজনই ময়মনসিংহের। বাকিদের মধ্যে নেত্রকোনা ও শেরপুরের একজন করে রয়েছেন। এ ছাড়া করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া ১৫ জনের মধ্যে ময়মনসিংহের ১০ জন, নেত্রকোনার দু’জন, জামালপুর, কিশোরগঞ্জ ও টাঙ্গাইলের একজন করে রয়েছেন।
ডা. মুন আরো জানান, করোনা ইউনিটে বর্তমানে রোগী ভর্তি আছে ৩৫৯ জন। এর মধ্যে ২১ জন চিকিৎসাধীন নিবিড় পরিচর্যা কেন্দ- আইসিইউতে। গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি হয়েছে ৪৬ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৯ জন।
এ দিকে জেলা সিভিল সার্জন ডা: নজরুল ইসলাম জানিয়েছেন, ময়মনসিংহে গত ২৪ ঘণ্টায় ৬৮৪ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ১৮৬ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। শনাক্তের হার ২৭ দশমিক ১৯ ভাগ।