1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
হাতিয়া প্রেসক্লাবে গণতান্ত্রিক ভোটে নতুন কমিটি গঠন ক্রীড়াঙ্গনের মাধ্যমে মাদকমুক্ত সুস্থ জাতি তৈরি করতে চাই : আমিনুল হক কাউখালীতে অবৈধ তিনটি ইটভাটা বন্ধ ও অর্থদন্ড জনগণের সরকার প্রতিষ্ঠার মাধ্যমে ছাত্র-জনতার অর্জিত ঋণ আমাদের শোধ করতে হবে” —— মিয়া গোলাম পরওয়ার। দেশের সকল প্রতিষ্ঠান ধ্বংস করেছে আ.লীগ: মির্জা ফখরুল মরহুম আনিসুল হক স্মৃতি একাদশকে উড়িয়ে সেমিফাইনালে সোনারপাড়া এফসি রাবিপ্রবি’র নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান এর যোগদান গোবিন্দগঞ্জ থানা পুলিশের শীতবস্ত্র বিতরণ বিএফআইইউ-এর মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের নেতৃত্ব দেওয়ার জন্য প্রয়োজনীয় দক্ষতার অভাব দাউদকান্দিতে ৩০০ শীতার্তদের পাশে দাঁড়ালো আলোর দিশারী মানবসেবা সংগঠন

মসজিদে নববিতে এসে সৌদি অভিনেত্রীর হিজাব পরার ঘোষণা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৫ আগস্ট, ২০২১
  • ১৯৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : মসজিদে নববিতে জিয়ারতে এসে হিজাব পরিধানের ঘোষণা দিয়েছেন সৌদি অভিনয় শিল্পী নারমিন মুহসিন। এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে তুমুল আলোচনা শুরু হয়। গত ২২ আগস্ট তিনি স্ন্যাপচ্যাট-এর নিজস্ব অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও বার্তায় এ ঘোষণা দেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে তিনি বলেন, ‘কয়েক দিন যাবত আমি নিজের সঙ্গে কিছু সময় কাটিয়েছি। কারণ আমি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করতে চাচ্ছি। এ বিষয়ে অন্য কাউকে আমি অংশীদার করতে চাই না। আমি জীবনে এমন কিছু করতে চাই, যা আমাকে দুনিয়া ও আখেরাতে জীবনে উপকৃত করবে।’

হিজাবের কথা জানিয়ে তিনি আরো বলেন, ‘রিয়াদে ফেরার আগে মহানবী (সা.)-এর মসজিদ প্রাঙ্গণ থেকে আমি আপনাদের একথা জানাতে চাই যে, আজ থেকে আমি হিজাব পরার সিদ্ধান্ত নিয়েছি। মহান আল্লাহর কাছে আমি কামনা করি, তিনি যেন সিদ্ধান্তকে আমার জন্য কল্যাণময় করেন এবং আমাদের অতীতের পাপ ক্ষমা করেন। অতীত ও বর্তমানে আমাদের সব ভালো কাজ কবুল করেন।

সৌদি অভিনয় শিল্পী হিজাব পরার সিদ্ধান্ত সামাজিক যোগযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রশংসিত হয়। তার পরিবর্তনকে অনেকে ইতিবাচক ও সঠিক সিদ্ধান্ত বলে মনে করছেন। সুন্দর ও পাপমুক্ত জীবন শুরু করায় অনেকে তাঁকে অভিনন্দন জানান।

এক টুইট বার্তায় সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয়ের শীর্ষ উপদেষ্টা ডা. লামিয়া ইবরাহিম বলেন, ‘নারমিন মুহসিনের সঙ্গে আমার অনেক বার সাক্ষাত হয়েছে। তিনি একজন নিষ্ঠাবান, সৎ ও অত্যন্ত অনুগ্রহপরায়ন। মায়ের প্রতি তাঁর ভালোবাসা খুবই গভীর। সর্বাবস্থায় তিনি সবার প্রতি শ্রদ্ধা জানান। ভেতর ও বাইরের একদম সাদামাটা স্বভাবের অধিকারী তিনি। কোমল মনের অধিকারী এ নারীকে আল্লাহ রক্ষা করুন।’

অপরদিকে অনেকে নারমিনকে আঘাত করে টুইটার করেন। তাদের মতে নারমিন সবার ফোকাসকে হারিয়ে বোরকার পরার কথা নিয়ে জনসম্মুখে হাজির হয়েছেন। অবশ্য তাদের মন্তব্যের উত্তরে সৌদি অভিনেত্রী বলেন, ‘আমি মহান আল্লাহর কাছ নির্দেশনা ও সাফল্য কামনা করি, যিনি পুরো বিশ্বজগতের প্রতিপালক। আর এ সম্পর্ক কেবলমাত্র মানুষ ও সৃষ্টিকর্তার মধ্যে হয়ে থাকে।’

নারমিন আরো বলেন, ‘আমার কাজ বা যেকোনো বিষয়ে আমি যেকোনো ধরনের সমালোচনা গ্রহণ করতে প্রস্তুত। তবে সৃষ্টিকর্তা ও আমার মধ্যে সম্পর্ক নিয়ে সমালোচনা গ্রহণ করা যায় না। অথচ এ ধরনের ঘৃণ্য সমালোচনা আমি সহ্য করছি। কারণ বিষয়টি অত্যন্ত গুরুতর ও জটিল।’

নারমিন মুহসিনের অভিনয় জগত ছাড়ার বিষয়টি সৌদিতে এবারই প্রথম নয়। বরং এর আগেও অনেকে অভিনয় জগত ছেড়ে নানা ধরনের সমালোচনার সম্মুখীন হন। এর আগে মাইসুন আল রুওয়াইলি অভিনয় পুরোপুরি শিল্প ছেড়ে ব্যক্তিগত জীবনে মনোযোগী হন।

নারমিন মুহসিন আল জাহরানি ১৯৯৩ সালে সৌদির রিয়াদে জন্মগ্রহণ করেন। ২০১০ সালে ‘মারায়া’ সিরিজে সিরিয়ান অভিনেতা ইয়াসির আল আজমার সঙ্গে অভিনয় করে আত্মপ্রকাশ করেন। পরবর্তীতে ‘ওয়াইফাই’ টিভি সিরিজে অভিনয় পরিচিত হন। ‘দ্য ব্লু হোয়াল’ ও ‘মিলয়ার রিয়াল’সহ বেশ কিছু মুভি ও টিভি শোতে তিনি অভিনয় করেন।

সূত্র : আল জাজিরা নেট

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com