গৌরাঙ্গ বিশ্বাস, বিশেষ প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতি উপজেলায় মহান বিজয় দিবস ২০২৪ উপলক্ষে আয়োজিত ১৪তম মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার, ২৫ ডিসেম্বর সন্ধ্যায় দঃ বেতডোবা যুব সমাজের আয়োজনে এই খেলা শুরু হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ইকরা একাডেমিক স্কুলের প্রধান শিক্ষক আবুল মুনসুর। সভাপতিত্ব করেন সোনার বাংলা ক্লাবের পরিচালক আজম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী আর এস পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক লিয়াকত আলী, বিশিষ্ট ব্যবসায়ী মো. শাজাহান মিয়া, ক্রীড়া সংগঠক মো. রফিকুল ইসলাম (ফরিদ) এবং বিশিষ্ট ব্যবসায়ী মো. আবদুস সামাদ।
টুর্নামেন্টটি উদ্বোধন করেন দক্ষিণ বেতডোবা বায়তুল ফালা ও বায়তুল মামুনের সাধারণ সম্পাদক ইদ্নিস আলী। পুরো অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে পরিচালনা করেন আব্দুল গফুর ও মাহাথীর মাসুদ।
আয়োজক কমিটির পক্ষ থেকে টুর্নামেন্টে অংশগ্রহণকারী দল, অতিথি ও ক্রীড়াপ্রেমী দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। খেলাটির প্রাণবন্ত পরিবেশ দর্শকদের মুগ্ধ করে এবং মহান বিজয় দিবস উদযাপনকে আরও অর্থবহ করে তোলে।