বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : খুলনা শহরে অবস্থিত বৃহৎ কওমি মাদ্রাসা, খুলনা দারুল উলুম মাদ্রাসার নায়েবে মুহতামিম, (ভাইস প্রিন্সিপাল) হাজারো আলেমের সুযোগ্য উস্তাদ,গত ২রা জানুয়ারি রোজ বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটায় খুলনা শহরে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
মরহুম মাওলানা রফিকুর রহমান সাহেব একজন সুযোগ্য আলেম, খাঁটি নায়েবে রসুল ও সেরা শিক্ষকদের মাঝে অন্যতম ছিলেন।
তিনি খুলনা শহরে অবস্থিত বৃহৎ কওমি মাদ্রাসা দারুল উলুম মাদ্রাসার প্রায় চল্লিশ বছর যাবত শিক্ষক ও ভাইস প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করছেন।
তার দুই ছেলে বর্তমানে দারুল উলুম মাদ্রাসার মুহাদ্দিস পদে কর্মরত রয়েছেন।
তিনি তিনি অসংখ্য ছাত্র এবং ভক্তবৃন্দ রেখে দুনিয়ার সফর সমাপ্ত করেছেন।
আমরা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।