বঙ্গনিউজবিডি ডেস্ক : আগামী নির্বাচনে জাতীয় পার্টি জনগণের বিশ্বাস ও মূল্যায়ন সঙ্গে নিয়ে অবশ্যই চমক দেখাবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যানের বৈদেশিক বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা এবং চাঁদপুর জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি শেখ সাজ্জাদ রশিদ সুমন।
শুক্রবার দুপুরে উপজেলার ফরিদগঞ্জ দক্ষিণ এবং বিকালে বালিথুবা পশ্চিম ইউনিয়নে কর্মিসভা অনুষ্ঠিত হয়। কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
সুমন বলেন, জাতীয় পার্টি এ দেশের মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করে, ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে নয়। আপনারা জাতীয় পার্টির স্বর্ণযুগও দেখেছেন, আবার গত দুই আড়াই দশক ধরে বড় দুটি দলের চিত্র দেখতে পাচ্ছেন। আমরা মানুষকে দুর্ভোগে ফেলে স্বার্থ আদায় করার রাজনীতি করি না।
তিনি আরও বলেন, আমাদের চেয়ারম্যান জিএম কাদের সর্বদা অহিংস রাজনীতিতে বিশ্বাস করেন। তাই আগামী নির্বাচনে জাতীয় পার্টি জনগণের বিশ্বাস ও মূল্যায়ন সঙ্গে নিয়ে অবশ্যই চমক দেখাবে।
এই নেতা বলেন, ফরিদগঞ্জবাসী আগামী কয়েক মাস আমার জন্য কাজ করেন, আমি ওয়াদা দিচ্ছি আপনাদের ঋণ পরিশোধে আমি আগামী পাঁচ বছর রাত-দিন কাজ করব। আমি সব দলমতের মানুষদের সঙ্গে নিয়ে স্মার্ট ফরিদগঞ্জ গড়ব।
দক্ষিণ ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মোস্তফা পাটওয়ারীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সম্পাদক মাহফুজ শেখ, উপজেলা যুব সংহতির আহ্বায়ক আনোয়ার হোসেন বাবলু শেখ, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রসমাজের সদস্য সচিব শিবলু সবুজ প্রমুখ।
মোবাইল ফোনে শুভেচ্ছা জানান জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় কমিটির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ। কর্মিসভা শেষে উভয় স্থানে পাঁচ শতাধিক অসহায় পরিবারের মধ্যে বস্ত্র বিতরণ করেন শেখ সাজ্জাদ রশিদ সুমন।