1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ০৫ মার্চ ২০২৫, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
নুরুল আলম নিজ বাড়ীতে ইন্তেকাল করেছেন রাঙামাটি জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের ৪ নেতাকে বহিষ্কার জিগজ্যাগ ইটভাটা মালিকদের ব্যাংক ঋণ পরিশোধে ইটভাটা চালু রাখার দাবিতে কেন্দুয়া পৌরশহরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কালিহাতীতে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন, দোষীদের বিচার দাবী রাজবাড়ীতে বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ঠাকুরগাঁও: ৩ বাংলাদেশিকে আটক করে বিএসএফ, বিজিবির চেষ্টায় ফেরত পতেঙ্গায় মব তৈরি করে পুলিশকে মারধরের ঘটনায় জড়িত সবাই আটক ‘ঈদের খুশি, ইনফিনিক্সে বেশি’ – নিশ্চিত ক্যাশব্যাক ও স্মার্টফোন জেতার সুযোগ ইসলামী ব্যাংকের সঙ্গে কমার্স প্লেক্স লিমিটেডের রেমিট্যান্স সেবা সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত বাংলাদেশের খাদ্যে ভেজাল: জনস্বাস্থ্যের হুমকি ও নিরাপদ খাদ্যের উপায়

মানুষের ভাগ্য পরিবর্তনে আওয়ামী লীগের কোনো বিকল্প নেই : হানিফ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৫ মে, ২০২২
  • ১৫৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে জানিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি বলেছেন, এ নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগকে বিজয় নিয়ে আসতে হবে। কারণ এই দেশের উন্নয়ন, অগ্রগতি ও মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য আওয়ামী লীগের কোনো বিকল্প নেই। এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করার কাজটি একমাত্র আওয়ামী লীগই পারে এবং পেরেছে।

বুধবার সকালে চট্টগ্রাম নগরের কাজীর দেউড়ি ইন্টারন্যাশনাল কনভেনশন হলে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সদস্য নবায়ন ও সংগ্রহ অভিযান উদ্বোধন এবং ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

বাংলাদেশের যা কিছু অর্জন তার সবই আওয়ামী লীগের নেতৃত্বে হয়েছে উল্লেখ করে মাহবুবউল আলম হানিফ বলেন, পাকিস্তান আমলে দেশের মানুষের অর্থনৈতিক এবং স্বাধিকারের জন্য লড়াই করেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার নেতৃত্বে দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা পেয়েছি। বাংলাদেশের জাতীয় পতাকা, জাতীয় সংগীত হয়েছে সবই হয়েছে আওয়ামী লীগের নেতৃত্বে। বাংলাদেশকে দরিদ্রশীল দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত করেছে আওয়ামী লীগ। বাংলাদেশ আওয়ামী লীগের মূল শক্তি রাষ্ট্রীয় ক্ষমতা নয়। আমাদের মূল শক্তি সংগঠন এবং জনগণের সমর্থন। জনসমর্থনের এ ধারা ধরে রাখতে পারলে আওয়ামী লীগ তার কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারবে।

২০০৯ সালের সাথে দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থার তুলনা করে প্রধান বক্তার বক্তব্যে তিনি বলেন, তখন আমরা দরিদ্র দেশ ছিলাম। আমরা যখন সরকার গঠন করে যাত্রা শুরু করেছিলাম তখনকার বাংলাদেশের অবস্থা আর আজকের বাংলাদেশের অবস্থা সম্পূর্ণ ভিন্ন। তখন আমাদের মাথাপিছু আয় ছিল ৬০০ ডলারের নিচে। ১২ বছরে শেখ হাসিনার নেতৃত্বে আজ তা ২৮৬০ ডলার ছাড়িয়ে গেছে।

শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকলে ২০৪১ সালে বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পদার্পণ করবে এমনটি উল্লেখ করে আওয়ামী লীগের এ সিনিয়র নেতা বলেন, শেখ হাসিনার দক্ষ নেতৃত্ব, মেধা ও বিচক্ষণতার কারণে আমাদের এই অর্জন। উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশ আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে। আমাদের লক্ষ্য ২০৩১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে পরিণত হওয়া। বাংলাদেশ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে যেভাবে দেশ এগিয়ে যাচ্ছে এ ধারা অব্যাহত থাকলে আমরা এর মধ্যে মধ্যম আয়ের দেশে পরিণত হতে পারবো। বিশ্বের বড় বড় অর্থনীতিবীদ মন্তব্য করেছেন বাংলাদেশে উন্নয়নের এ ধারা অব্যাহত থাকলে ২০৪১ সালের মধ্যে আমরা উন্নত রাষ্ট্রে পদার্পণ করতে পারবো।

তিনি বলেন, বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন এবং সেই স্বপ্ন নিয়ে আমাদেরকে ঐক্যবদ্ধ করেছিলেন। বঙ্গবন্ধু ক্ষুধা, দারিদ্র্যমুক্ত ও অসাম্প্রদায়িক উন্নত বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন। এই স্বপ্নের বাস্তবায়নের জন্য ৩০ লাখ মানুষকে প্রাণ দিতে হয়েছে। দুই লাখ মা-বোনের সম্ভ্রমহানি হয়েছে। এই আত্মত্যাগের মধ্যে স্বাধীন বাংলাদেশের স্বপ্ন নিহিত ছিল। সেই স্বপ্ন পূরণের পথে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।

এ সময় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে হানিফ বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের মানুষ নতুন করে স্বপ্ন দেখছে। উন্নয়ন, অগ্রগতির এ ধারা অব্যাহত রাখতে হলে আওয়ামী লীগকে আবারো ক্ষমতায় আসতে হবে।

সদস্য নবায়ন ও সংগ্রহ অভিযান উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি।

অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহাতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি।

এছাড়া অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, আওয়ামী লীগের সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি এবং আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা সম্পাদক বেগম আয়েশা খান এমপি, উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন।

এতে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন ছাড়াও মহানগর, থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com