বঙ্গনিউজবিডি ডেস্ক: আফগানিস্তানের কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে অবস্থিত একটি বাড়ির ওপর মার্কিন ড্রোন হামলায় একই পরিবারের ছয় শিশুসহ নয়জন নিহত হয়েছেন। হামলায় নিহতদের এক স্বজন মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএনকে মৃত্যুর এ সংখ্যা জানিয়েছেন।
মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে, উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের সম্ভাব্য হামলা ঠেকানোর জন্য এই ড্রোন হামলা চালানো হয়।
আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় নানগারহার প্রদেশে শুক্রবার একই ধরনের ড্রোন হামলা পরিচালনা করে মার্কিন বাহিনী। সে সময়ও মার্কিন বাহিনী তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের ওপর হামলার দাবি করে।
গত বৃহস্পতিবার কাবুল বিমানবন্দরে ভয়াবহ বিস্ফোরণ ও গুলিতে ১৩ মার্কিন সেনাসহ অন্তত ১৭৫ জন নিহত হয়। উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ এই হামলার দায়িত্ব স্বীকার করেছে। তাদের ওপর হামলা চালানোর কথা বলে আমেরিকা আফগানিস্তানের বিভিন্ন স্থানে ড্রোন হামলা চালাচ্ছে।