1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
কয়রায় মাদ্রাসার ২ শিক্ষকের স্থায়ী বহিস্কারের দাবীতে মানববন্ধন কবিতার মাটি বাংলাদেশের উদ্যোগে পৌষ পার্বণ শীর্ষক সাহিত্য সভা অনুষ্ঠিত গাইবান্ধার গোবিন্দগঞ্জে ব্যবসায়ী ও শিল্প মালিক সমিতির নির্বাচন সম্পন্ন হাতিয়া প্রেসক্লাবে গণতান্ত্রিক ভোটে নতুন কমিটি গঠন ক্রীড়াঙ্গনের মাধ্যমে মাদকমুক্ত সুস্থ জাতি তৈরি করতে চাই : আমিনুল হক কাউখালীতে অবৈধ তিনটি ইটভাটা বন্ধ ও অর্থদন্ড জনগণের সরকার প্রতিষ্ঠার মাধ্যমে ছাত্র-জনতার অর্জিত ঋণ আমাদের শোধ করতে হবে” —— মিয়া গোলাম পরওয়ার। দেশের সকল প্রতিষ্ঠান ধ্বংস করেছে আ.লীগ: মির্জা ফখরুল মরহুম আনিসুল হক স্মৃতি একাদশকে উড়িয়ে সেমিফাইনালে সোনারপাড়া এফসি রাবিপ্রবি’র নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান এর যোগদান

মাহির চলচ্চিত্রে ফেরা নিয়ে সন্দেহ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১
  • ১৬৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: স্বামী রাকিব সরকারের সঙ্গে ওমরাহ পালন শেষে দেশে ফিরেছেন আলোচিত চিত্রনায়িকা মাহিয়া মাহি। এখন তার শুটিংয়ে ফেরা- না ফেরা নিয়ে প্রশ্ন উঠেছে। এরই মধ্যে অসুস্থতার কথা বলে ওয়েব ফিল্ম থেকে তার সরে যাওয়া ও নিজেকে যোগাযোগের বাইরে রাখা নিয়ে নতুন গুঞ্জন ছড়িয়েছে

জানা গেছে, আগামীকাল থেকে চয়নিকা চৌধুরীর ওয়েব ফিল্মে শুটিং করার কথা থাকলেও শারীরিক অসুস্থতার কথা বলে মাহি নিজেকে সরিয়ে নেন। এ বিষয়ে তার কোনো মন্তব্যও পাওয়া যায়নি। একই ভাবে গত ১০ তারিখে মাহির অংশ নেওয়ার কথা ছিল বুবুজান ছায়াছবির শুটিংয়ে। সেখানেও নির্মাতা রনীর সঙ্গে যোগাযোগই করেননি মাহি। তাই এই ছবিটিরও শুটিং ক্যান্সেল হয়েছে।

একইভাবে মাহিয়া মাহি বুধবার রাতে চয়নিকা চৌধুরীর ওয়েব ফিল্ম ছেড়ে দেওয়ার ঘোষণা দেন ফেসবুকে। এর আগে, বুধবার দুপুরে চিত্রনায়ক ইমন বলেছিলেন ‘কাগজের বিয়ে’ নামের একটি ওয়েব ফিল্মে কাজ করতে যাচ্ছেন তিনি ও মাহি। ১৭ ডিসেম্বর থেকে ঢাকার আশপাশে শুরু হবে এর শুটিং। কিন্তু ১৭ ডিসেম্বরের একদিন আগে শুটিং ক্যান্সেল করে এ অভিনেত্রী ফেসবুকে লিখেছেন, ‘শারীরিক অসুস্থতার কারণে কাগজের বৌ হয়তো আমার করা হচ্ছে না। কিন্তু আমার পক্ষ থেকে কাগজের বৌ এর জন্য অনেক অনেক দোয়া। সবাই আমার সুস্থতার জন্য দোয়া করবেন।’

এভাবে অসুস্থতা ও একের পর এক কাজ সেরে দেওয়া আসলে বোধগম্য নয় নেটিজেনদের। অনেকেরই ধারণা মাহি হয়তো চলচ্চিত্র ছেড়ে দিয়ে সংসারে মনোযোগী হতে যাচ্ছেন। কারণ, শুধু ইমনের সঙ্গে এই চলচ্চিত্রও নয়- অন্যান্য নির্মাতাদের সঙ্গেও যোগাযোগ রাখছেন না মাহি এবং এর আগে শামীম আহমেদ রনীর ছবির শুটিংও ক্যান্সেল করতে হয়েছে তার কারণে।

মাহির এমন আচরণে সবাই ধরে নিচ্ছেন চলচ্চিত্র থেকে বিদায় নিতে যাচ্ছেন অভিনেত্রী। একাধিক সূত্র জানাচ্ছে মাহি চলচ্চিত্র থেকে দূরে থাকবেন। অদৌ ফিরবেন কি না, সন্দেহ রয়েছে। নির্মাতা রনী গণমাধ্যমকে বলেন, ‘মাহিকে নিয়ে আমার ছবির গল্প। তাকে ছাড়া শুটিং করা কোনোভাবেই সম্ভব নয়। আমি তার মনের অবস্থা বুঝতে পারছি। কিন্তু আমাকে তো প্রযোজকের দিকেও তাকাতে হবে। দ্রুত শুটিং করতে না পারলে অন্য শিল্পীদের শিডিউল মেলাতে পারব না। মাহির সঙ্গে আগেও কাজ করেছি। তিনি পেশাদার। আশা করছি শিগগিরই যোগাযোগ করবেন।’

মাহিকে নিয়ে ‘যাও পাখি বলো তারে’ ও ‘আনন্দ অশ্রু’ নির্মাণ করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক। তিনি ফেসবুকের মেসেঞ্জারে ১৩ ডিসেম্বর যোগাযোগ করেন। উত্তরে মাহি পরিচালককে জানিয়েছেন, তিনি দেশে ফিরেছেন। তবে কথা বলার জন্য ফোন দিলেও রিসিভ করেননি। মানিক গণমাধ্যমকে বলেন, ‘এমন কখনো হয়নি। মাহি সব সময় আমার ফোন ধরেছেন। শুটিং নিয়ে আলোচনা করেছেন। আমার শুটিং করতে দেরি হলেও তিনি সহযোগিতা করার চেষ্টা করেছেন। কিন্তু হঠাৎ কেমন যেন অন্য রকম লাগছে তাঁকে।’

মাহিকে চলচ্চিত্রে সুযোগ দিয়েছিলেন শাহীন সুমন। এই পরিচালকের ‘ভালোবাসার রঙ’ ছবি দিয়ে চলচ্চিত্রে অভিষেক ঘটে তার। শাহীনও খুঁজে পাচ্ছেন না মাহিকে।

চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব শাহীন গণমাধ্যমকে বলেন, ‘সে আমার মাফিয়া ছবিতে অভিনয় করছে। তবে আমি শুটিংয়ের জন্য নয়, তাঁকে সাহস দেওয়ার জন্য ফোন দিয়েছিলাম। সে ভিকটিম, এই সময়ে আমরা চলচ্চিত্রকর্মীরা তার পাশে থাকতে চাই। মানসিক সহযোগিতা করতে চাই। কিন্তু কোনোভাবেই তাকে পাচ্ছি না।’ মাহির এমন আচরণে সবাই ধরে নিচ্ছেন চলচ্চিত্র থেকে বিদায় নিতে যাচ্ছেন এই অভিনেত্রী। একাধিক সূত্র জানাচ্ছে মাহি চলচ্চিত্র থেকে দূরে থাকবেন। অদৌ ফিরবেন কি না, সন্দেহ রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com