বঙ্গনিউজবিডি ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত মার্চেই গুজরাট গিয়ে মা হীরাবেন মোদির সঙ্গে দেখা করেছিলেন। আজ শনিবার ফের তিনি পৌঁছেছেন গুজরাটে। কারণ আজ তার মায়ের ৯৯তম জন্মদিন।
ভারতীয় সংবাদ সংস্থা এএনআই মোদি ও তার মায়ের একটি ভিডিও প্রকাশ করেছে। তাতে দেখা গেছে, ভারতের প্রধানমন্ত্রী মোদি মেঝেতে বসে আছেন। চেয়ারে বসে আছেন তার মা। মোদি ধীর ধীরে মায়ের পা ধুয়ে দিচ্ছেন। পরে মোদি মায়ের সেই পা ধোয়া পানি স্পর্শ করছেন নিজের চোখে।
জন্মদিনে মাকে একটি ফুলের মালা ও উত্তরীয় পরিয়ে দেন মোদি। এসময় মোদির মাথা ছুঁয়ে দোয়া করেন তার মা। ভিডিওতে মা-ছেলেকে একসঙ্গে পূজাও করতে দেখা গেছে।
মায়ের ৯৯ তম জন্মদিন উপলক্ষে আবেগাপ্লুত নরেন্দ্র মোদি। একটি ব্লগ পোস্টে মাকে নিয়ে লিখেছেন তিনি। মোদি লিখেছেন, ‘মা কেবল একটি শব্দই নয়। এই শব্দটির মধ্যে বহু আবেগ মিশে থাকে। ১৮ জুন আমার মায়ের জন্মদিন। মা ৯৯তম বছর পেরিয়ে শতবর্ষে পদার্পণ করেছেন। বাবা বেঁচে থাকলে গত সপ্তাহে তিনিও শততম জন্মদিন পালন করতেন।’ সূত্র : এনডিটিভি