মামুনুর রশীদ নিজস্ব প্রতিবেদক : কুমিল্লার দেবিদ্বারে উনঝুটি আদর্শ পাঠাগারের উদ্যোগে ‘মা-বাবা’র প্রতি দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে প্রতিযোগিতা এবং আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২৫ মে শনিবার বিকেলে উপজেলার ০৯নং গুনাইঘর উত্তর ইউনিয়নের উনঝুটি গ্রামে আদর্শ পাঠাগার কার্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত ওই অনুষ্ঠানে আলহাজ¦ ধনু মিয়া মাষ্টার এর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা প্রেসক্লাবের সভাপতি, সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার।
উনঝুটি আদর্শ পাঠাগারের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসমাইল এর উপস্থাপনায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, খোরশেদ আলম খান, আবুল কাশেম, ফজলুল করিম মাষ্টার, আবুল কালাম আজাদ, মোশারফ হোসেন মাষ্টার, জিকরুল হাসান,আঃসালাম,নকিব সরকার,প্রমুখ।
এসময় মা-বাবার প্রতি সন্তানদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কিত আলোচানা, শিশুদের কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা অনুষ্ঠিত ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে মা-বাবা ও সকল কবরবাসীদের জন্য দোয়া পরিচালনা করেন, উনঝুটি মোজাম্মেল হক নূরানীয়া হাফেজিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা মুফতি মাজহারুল ইসলাম।
অনুষ্ঠানে শ্রেণি ভিত্তিক ছাত্র-ছাত্রীরা কবিতা আবৃত্তি, ইসলামিক গজল, কুইজ প্রতিযোগিতা সহ বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের শেষে পুরস্কার বিতরণ করা হয়।