বঙ্গনিউজবিডি ডেস্ক: ঢাকা টেস্টের তৃতীয় দিনের সকালটা দারুণ ছিল টাইগারদের জন্য। শুরুতেই নাইটওয়াচম্যান কাসুন রাজিথাকে ফিরিয়েছিলেন এবাদত হোসেন। পরে দুর্দান্ত এক ডেলেভারিতে শ্রীলঙ্কান অধিনায়ক দিমুথ করুণারত্নেকে আউট সাকিব আল হাসান। তবে মিরপুরে হানা দিয়েছে বৃষ্টি। আপাতত খেলা বন্ধ রয়েছে।
এর আগে ২ উইকেটে ১৪৩ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে শ্রীলঙ্কা। দ্বিতীয় দিনে ১ রান যোগ হতেই সাজঘরে ফেরত যান কাসুন রাজিথা। ১২ বলে ০ রান করে তিনি বোল্ড হন এবাদতের বলে।
এরপর বাংলাদেশকে দ্রুতই দ্বিতীয় উইকেট এনে দেন সাকিব। ১৫৫ বলে ৮০ রান করা করুণারত্নেকে করা তার বল অফ স্টাম্পে পড়ে টার্ন করে স্টাম্পে আঘাত হানে। গতকাল বিকেলে কুশল মেন্ডিসকে সাজঘরে ফেরত পাঠিয়ে কিছুটা স্বস্তিতে রেখে বাংলাদেশের জন্য দিনশেষ করেন তিনি।