মো. আবুসালেহ (সজীব) মির্জাপুর, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুর শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজে পহেলা বৈশাখ ১৪৩২ শুভ নববর্ষ পালন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৪ এপ্রিল) সকাল ১১:০০ ঘটিকার সময় অত্র কলেজের অডিটোরিয়াম রুমে এই আয়োজন করা হয়। এর আগে সকালে কলেজের ছাত্র-ছাত্রীদের নিয়ে র্যালি ও বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।
এসময় বাংলা শুভ নববর্ষ ১৪৩২ উদযাপন কমিটির আহবায়ক মো. পারভেজ সাজ্জাদ খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রফেসর ওসমান গণি (অধ্যক্ষ) শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজ, বিশেষ অতিথি: মো. জামিল হোসেন সম্পাদক শিক্ষক পরিষদ ও বিভাগীয় প্রধান ইতিহাস বিভাগ শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, মো. মোশাররফ হোসেন প্রভাষক রাষ্ট্র বিজ্ঞান বিভাগ। অনুষ্ঠান শেষে কলেজ শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।
এছাড়া উপস্থিত ছিলেন, অত্র কলেজের শিক্ষক শিক্ষিকা মন্ডলী রোভার স্কাউটস এর সকল সদস্য সহ ছাত্র-ছাত্রীবৃন্দ।