রোববার (২৫ জুলাই) মিশরের বিপক্ষে ১-০ গোলের কষ্টার্জিত জয় পেয়েছে আর্জেন্টিনা।
শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়লেও ম্যাচের প্রথম ১০ মিনিট পর্যন্তই মিশরীয়দের চেয়ে ভালো খেলেছে আর্জেন্টিনা। তবে ফেকুন্দো মেদিনার একমাত্র গোল পুরো তিন পয়েন্ট পেয়েছে লাতিন আমেরিকার দলটি।
এর আগে আসরে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-০ গোলে হেরেছিল আর্জেন্টিনা। মিশরও ভয় পাইয়ে দিয়েছিল আর্জেন্টাইনদের। বিশেষ করে রামাদান সোবি আফ্রিকান দলটির জন্য সেরা সুযোগ তৈরি করেছিলেন। কিন্তু সুযোগ কাজে না লাগাতে পারায় পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারেনি তারা।
এই জয়ে গ্রুপে অবস্থান মজবুত করলো আর্জেন্টিনা। কিন্তু আসল লাভ হয়েছে স্পেনের। কারণ এখন নিজেদের পরের দুই ম্যাচে অস্ট্রেলিয়া বা আর্জেন্টিনা, যেকোনো এক দলকে হারাতে পারলেই বাছাইপর্ব পার হওয়ার সুযোগ পাচ্ছে স্প্যানিশরা।