শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, বাজারে সোনালি মুরগির কেজি বিক্রি হচ্ছে ২৯০-৩২০ টাকা। গত সপ্তাহে যা ছিলো ২৬০-২৯০ টাকা। সোনালির দাম বাড়লেও কেজিপ্রতি ১০ টাকার মতো কমেছে ব্রয়লারের দাম। এই সপ্তাহে বাজারে ব্রয়লার বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১৬০-১৬৫ টাকা দরে, গত সপ্তাহে যা ছিলো ১৭০-১৭৫ টাকা।
এদিকে গেলো দুই সপ্তাহে পেঁয়াজের দাম হঠাৎ বৃদ্ধি পাওয়ার পর এই সপ্তাহে এসে কমেছে কিছুটা। বাজারে দেশি পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ৪৫-৫০ টাকা করে। গেলো সপ্তাহে যা ছিলো ৫০-৬০ টাকা।
এই সপ্তাহে বাজারে বেশিরভাগ সবজির দামই রয়েছে অপরিবর্তিত। বাজারে বড় ফুলকপি বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকা আর ছোট ফুলকপি বিক্রি হচ্ছে ৩৫-৪০ টাকা পিস হিসেবে। শিমের কেজিও আগের সপ্তাহের মতোই রয়ে গেছে ৬০-৭০ টাকা। বাজাড়ে বেগুনের কেজি ৫০-৭০ আর গাজরের কেজি বিক্রি হচ্ছে ২০-৩০ টাকা। পাকা টমেটোর কেজিপ্রতি দাম ৪০-৫০ টাকা। এছাড়া বাজারে পালং শাকের আঁটি বিক্রি হচ্ছে ১০-১৫ টাকা করে আর লাল শাক ১০-১৫ টাকা করে।
এই সপ্তাহে মাছের বাজার ঘুরে দেখা যায়, এক কেজি বা তার চেয়ে বেশি ওজনের ইলিশের কেজি বিক্রি হচ্ছে ১০০০-১২০০ টাকা আর ছোট ইলিশে কেজি বিক্রি হচ্ছে ৫০০-৬০০ টাকা করে। এছাড়া রুই মাছের কেজি বিক্রি হচ্ছে ২৮০-৪৫০ টাকা, আর চিংড়ি বিক্রি হচ্ছে ৬০০-৬৫০ টাকা কেজিদরে।