বঙ্গ নিউজ বিডি বিশেষ প্রতিবেদ : মৃধাবাড়ি ও শনির আখড়া রোডের বেহাল দশা।
মাতুয়াইল মৃধা বাড়ি রোডটি দিয়ে দৈনিক কয়েক লাখ মানুষ যাতায়াত করে।
সম্প্রতি সিটি কর্পোরেশনের ময়লার গাড়ি থেকে রাস্তাটিতে ময়লা আবর্জনা ফেলায় মানুষের চলাচল বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।
যারা প্রয়োজনে চলাফেরা করছে তারা চরম দুর্ভোগে পড়েছে। রাস্তার দুই পাশের মসজিদের মুসুল্লি ও ডায়াবেটিস রোগীদের সকালে হাঁটার একমাত্র রাস্তা হওয়ায় তাঁরা ভোগান্তিতে পড়েছেন। এছাড়া রাস্তার পাশে একটা খালে আশেপাশের গোসত,মাছ ও সবজি ব্যবসায়ীদের নিয়মিত ময়লা আবর্জনা ফেলার কারণে পার্শ্ববর্তী বসবাস কারি কয়েক লাখ মানুষ চরম স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে। এলাকায় খবর নিয়ে জানা গেছে প্রায় প্রতি ঘরে ডেংগু, চিকুনগুনিয়া, ম্যালেরিয়া ও চর্মরোগে আক্রান্ত মানুষ রয়েছে। বিশেষ করে শিশু ও বয়স্কদের অবস্থা খুবই শোচনীয়।
স্থানীয় সাধারণ জনগণ খুবই অবহেলিত ও অসহায়ভাবে চলাচল করছে। সাধারণ মানুষের প্রশ্ন কবে তাঁরা এ দূর্বীষহ কষ্ট থেকে মুক্তি পাবে? তাই এলাকাবাসীর আকুল আবেদন, অনতিবিলম্বে মৃধাবাড়ি শনির আখড়া রাস্তা পরিষ্কার ও জীবাণুমুক্ত করে মানুষের চলাচল উপযোগী করে দেয়া হোক।