আসলাম ইকবাল : আনোয়ার আজাদ ফিল্মস ও এমজে মোশানস পিকচার প্রযোজিত, পূর্ণদৈর্ঘ চলচ্চিত্র ‘মঘনা কন্যা’ চলচ্চিত্রের বিশেষ প্রদর্শনী ২২ মে এসকেএস সিনেপ্লেক্সে সন্ধ্যায় দেখার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, বাংলাদেশস্থ সুইজারল্যান্ডের এম্বাসেডর রিটো রিঙ্গিলি বিশেষ অতিথি ছিলেন। ছিলেন ভিশন ইলেক্ট্রনিক্স এর হেড অব মার্কেটিং শেখ মাহবুবুর রহমান, উইনরোক এনজিওর কর্ণধার বক্তব্য রাখেন। ফুয়াদ চৌধুরী পরিচালিত ভিশন স্মার্টটিভি নিবেদিত, মেঘনা কন্যা চলচ্চিত্রের শিল্পী করা-কুশলীরাও উপস্থিত চিলেন। রোজার ঈদে ছবিটি মুক্তি পেলেও এখন খুব ভালোভাবে প্রিমিয়ার শোর ব্যবস্থা করা হয়। ছবির সহযোগিতায় সুইজারল্যান্ড এম্বাসি, কাজী সাইফুল ইসলাম প্রযোজিত ছবি টিভি পার্টনার দীপ্ত টিভি, ওটিটি পাটনার দীপ্ত প্লে। তোমারে দেখিবার মনে চায়’ গানটির গায়ক পঞ্চানন, গীতিকার ও সুরকার-ক্বারী আমির উদ্দিন ও সঙ্গীত পরিচালক বিপ্লব বড়ুয়া। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন-মানব পাচার আমাদের বড় সমস্যা, নানা প্রলোভনের মাধ্যমে মানব পাচার করা হয়। মানব পাচারকারীর যাবত জীবন কাড়াদন্ডের বিধান রয়েছে। মেঘনা পাড়ের গ্রাম্য পটভুমিকা হলো ছবির গল্প। সবাই ভালো অভিনয় করেছেন। অভিনয়ে শতাব্দী ওয়াদুদ, ফজলুর রহমান বাবু, কাজী নওসাব আহমেদ, জয়শ্রীকর, সৌমী, সাজ্জাদ, সানজিদা মিলা ও আরো অনেকে। ছবিঃ মোস্তাফিজ মিন্টু।