নিজস্ব সংবাদদাতা : দি মেট্রোপলিটন খ্রিস্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের ৩৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় ৪ জানুয়ারি।
সোসাইটির চেয়ারম্যান আগস্টিন পিউরীফিকেশনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার মহাধর্মপ্রদেশের ধর্মপাল বিজয় এন্ড ডিক্রুজ ও.এম.আই। গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন বিশপ সুব্রত বনিফাস গমেজ, সরকারি ধর্মপাল, ঢাকা মহাধর্মপ্রদেশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ কামাল হোসেন- যুগ্ম নিবন্ধক বিভাগীয় সমবায় কার্যালয় ঢাকা, নির্মল রোজারিও- প্রেসিডেন্ট বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশন, পংকজ গিলবার্ট কস্তা- চেয়ারম্যান দি সেন্ট্রাল অ্যাসোসিয়েশন অব খ্রিস্টান কো-অপারেটিভস (কাককো) লিমিটেড, হেমন্ত আই কোড়াইয়া- প্রেসিডেন্ট দি খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড, ঢাকা, বাবু মার্কুস গোমেজ- এক্সিকিউটিভ মেম্বার ওয়ার্ল্ড এলায়েন্স অব ওয়াইএমসিএ, আলবার্ট সুরেন মন্ডল- প্রেসিডেন্ট, ঢাকা ক্রিস্টিয়ান বহুমুখী সমবায় সমিতি লিঃ। এ সময়ে আরো উপস্থিত ছিলেন দেশের সমবায় অঙ্গনের বিভিন্ন খ্রিস্টান সমবায় সমিতির নেতৃবৃন্দ, উপদেষ্টা ও সদস্যবৃন্দ।
সভাপতি আগস্টিন পিউরীফিকেশন তার স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে সোসাইটির অর্থবছরের কার্যক্রম ও উন্নয়ন চিত্র তুলে ধরেন। উল্লেখ্য, প্রয়াত ও সকলের পরম শ্রদ্ধেয় আর্চবিশপ মাইকেল রোজারিও-ডিডি, প্রয়াত ডানিয়েল কোড়াইয়া, আলেকজান্ডার রোজারিও সহ কয়েকজন সমবায়ী ব্যক্তিত্বের সম্মিলিত প্রচেষ্টায় ১৯৭৭ খ্রিস্টাব্দের ১৪ এপ্রিল দি মেট্রোপলিটন খ্রিস্টান কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের গোড়াপত্তন ঘটে।
সোসাইটিতে শেয়ার, সঞ্চয়, ফ্ল্যাট ও প্লট বরাদ্দ প্রভৃতি নিয়ে কাজ করার পাশাপাশি টেকসই ও উৎপাদনমুখী সমবায় গড়ার লক্ষ্য নিয়ে সোসাইটিতে ২৭ বছরে আয়বর্ধনমূলক সময়োপযোগী প্রকল্প গ্রহণ করে তা বাস্তবায়ন করার প্রচেষ্টা অব্যহত রয়েছে।
সভায় জানানো হয়, হাউজিং সোসাইটির বর্তমান বোর্ডের এ যুগান্তকারী সকল প্রকল্পের সাথে সংযোজিত হচ্ছে আরো কয়েকটি প্রকল্প। সেগুলো হলো নীড় ওয়াটার প্লান্ট, নীড় এলপিজি ফিলিং স্টেশন, পরিবেশবান্ধব অটো-ব্রিকস, থ্রী-স্টার হোটেল ও কনভেনশন সেন্টার। প্রকল্পগুলো বর্তমান বাস্তবতায় যুগোপযোগী ও চাহিদাসম্পন্ন থাকায় সোসাইটির তথা দেশের উন্নয়ন অগ্রযাত্রা পৌঁছে যাবে অনন্য মাইলফলকে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।