বঙ্গনিউজবিডি ডেস্ক : এবারের এশিয়ান কাপ এখন শেষ চমকের অপেক্ষায়। দোহার লুসাইল স্টেডিয়ামে আজ ফাইনালে স্বাগতিক ও বর্তমান চ্যাম্পিয়ন কাতারের মুখোমুখি জর্ডান। ১৪ মাস আগে এ মাঠেই এমবাপ্পের ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে বিশ্বকাপ জিতেছিল মেসির আর্জেন্টিনা।
মেসির স্বপ্নপূরণের মঞ্চে এই প্রথম এশিয়ান শ্রেষ্ঠত্বের মুকুট জিতে নতুন ইতিহাস লিখতে চায় জর্ডান। অন্যদিকে পঞ্চম দল হিসাবে টানা দুবার এশিয়ান কাপ জয়ের হাতছানি কাতারের সামনে। গতবার প্রথম ফাইনালে উঠেই বাজিমাত করেছিল তারা।
এবার স্বাগতিক হলেও ২০২২ বিশ্বকাপে ভরাডুবির কারণে কাতারকে নিয়ে খুব বেশি উচ্চাশা ছিল না সমর্থকদের। আর ফিফা র্যাংকিংয়ের ৮৭ নম্বর দল জর্ডানকে তো কেউ গোনাতেই ধরেনি। ফেভারিট ভাবা হয়েছিল জাপান, অস্ট্রেলিয়া, সৌদি আরব, দক্ষিণ কোরিয়া ও ইরানকে। কিন্তু ফেভারিট-তত্ত্বকে ভুল প্রমাণ করে আজ শিরোপার জন্য লড়বে মধ্যপ্রাচ্যের দুই দল জর্ডান ও কাতার।
এর আগে কখনো সেমিফাইনালে না খেলা জর্ডান এবার দক্ষিণ কোরিয়াকে হারিয়ে ফাইনালে ওঠায় ফিফা র্যাংকিংয়ে ২৯ ধাপ এগিয়ে থাকা কাতারকে (৫৮) ভয় পাচ্ছে না।