বঙ্গনিউজবিডি প্রতিনিধি : জুমার নামাজ শেষে মোনাজাতের সময় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নাম না বলায় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
শুক্রবার (১৬ আগস্ট) জুম্মা নামাজের পরে নেতা মোহাম্মদ শাহিন ঘোষণা দেন নামাজ শেষে খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে ও বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের জন্য দোয়া করা হবে। খতিবকে একটি সাদা কাগজে নাম লিখে দেওয়া হয়। কিন্তু যাত্রবাড়ি থানা শেখদী পূর্ব পাড়া আল হেরা মসজিদের খতিব মোনাজাতে খালেদা জিয়ার নাম মুখে নেননি। শুধু দোয়া আগে ‘বিএনপির চেয়ারপারসন’ বলে তার সুস্থতার জন্য দোয়া করেন।
বিএনপির নেতা মোহাম্মদ শাহিন এবং বঙ্গনিউজবিডি24.কম পত্রিকার সম্পাদক ও প্রকাশক এস এম শাহজালাল সাইফুল ক্ষোভ প্রকাশ করেন এবং মসজিদ কমিটির সভাপতি ড. ইমরান মোস্তফা সে সরকারের আমলা এবং আওয়ামী লীগের নেতা প্রশ্ন করিলে সত্য উত্তর দিতে পারে নাই। অথচ মোহাম্মদ শাহিন এ মসজিদের সিনিয়র সহকারী সাধারণ সম্পাদক। অথচ লিখে দেওয়ার পরও আমাদের নেত্রীর নাম নেননি। এমন আচরণে আমরা ক্ষুদ্ধ।’
যাত্রা বাড়ি থানার বিএনপির নেতা মোহাম্মদ শাহিন বলেন, ‘মসজিদের খতিব হবেন নিরপেক্ষ, তিনি কোনো দলের না। কিন্তু আজ উনার আচরণে আমরা ব্যথিত হয়েছি। তিনি অতীতে নাম ধরে সবার নামে দোয়া করেছেন। অথচ উনাকে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া চেয়ে লিখে দেওয়ার পরও তিনি ঘোষণা দিয়ে মোনাজাত সময় নাম বলে দোয়া করেন নেই। মোনাজাতে আমাদের নেত্রীর নাম নেননি।’ পক্ষপাতমূলক আচরণ মেনে নেওয়া যায় না