বঙ্গনিউজবিডি ডেস্ক : প্রথম ওভারেই জিম্বাবুয়েকে ব্যাকফুটে ঠেলে দিয়েছেন মোসাদ্দেক হোসেন। ওভারের প্রথম এবং শেষ বলে রেজি চাকাভা এবং ওয়েসলি মাধেভেরেকে শিকার বানিয়েছেন এই অফ স্পিনার। ম্যাচের ৩য় ওভারে এসে উইলসনকে ফিরান সৈকত।
এর আগে অধিনায়ক হিসেবে টানা দ্বিতীয় টস হারলেন নুরুল হাসান সোহান। হারারে স্পোর্টস ক্লাবে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতেও টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছ স্বাগতিক অধিনায়ক ক্রেইগ এরভিন।
রোববার (৩১ জুলাই) সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি একাদশে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। পেসার তাসকিন আহমেদ এবং স্পিনার নাসুম আহমেদের জায়গায় খেলছেন হাসান মাহমুদ ও শেখ মেহেদি হাসান।
অভিষেক ম্যাচের পর লম্বা বিরতি দিয়ে প্রায় ২৮ মাস পর আবার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফিরলেন হাসান, সবশেষ খেলেছেন ২০২০ সালের মার্চে।
বাংলাদেশ একাদশ
লিটন দাস, এনামুল হক, নাজমুল হোসেন শান্ত, মুনিম শাহরিয়ার, মোসাদ্দেক হোসেন, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান (অধিনায়ক), মাহাদী হাসান, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম
জিম্বাবুয়ে একাদশ
রেজিস চাকাভা, ক্রেইগ এরভিন (অধিনায়ক), ওয়েসলি মাধেভেরে, শন উইলিয়ামস, সিকান্দার রাজা, মিল্টন শুম্বা, রায়ান বার্ল, লুক জংওয়ে, ওয়েলিংটন মসাকাদজা, রিচার্ড এনগারাভা, তানাকা চিভাঙ্গা