জালালুর রহমান, মৌলভীবাজারঃ মৌলভীবাজারে দৈনিক গণমুক্তি পত্রিকার ৫০বছর পেরিয়ে ৫১ বছরে পদার্পণ উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হলো মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব কার্যালয়ে (৩০ জানুয়ারি) বিকালে। দৈনিক গণমুক্তির জেলা প্রতিনিধি চিনু রঞ্জন তালকুদার এর সভাপতিত্বে ও আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্যকার, সামাজিক ব্যক্তিত্ব ও চ্যানেল এস এর হেড অব নিউজ খালেদ চৌধুরী। প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট সমাজসেবক এড. সুনিল কুমার দাশ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আবুল কালাম আজাদ, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক মোঃ মশাহিদ আহমদ, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ সংগঠনের মৌলভীবাজার জেলা সভাপতি স্বপন কুমার দেব রতন, সিলেট বিভাগীয় প্রেসক্লাব এর সহ-সভাপতি মোঃ জোসেফ আলী চৌধুরী, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা জেলা শাখার সভাপতি মাহমুদুর রহমান, আইনজীবি জুনেদ আহমদ, তাওহীদ ইসলাম দাবা একাডেমীর প্রতিষ্টাতা পরিচালক। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- দৈনিক গণমুক্তির কমলগঞ্জ প্রতিনিধি অঞ্জন প্রসাদ রায় চৌধুরী, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ সংগঠনের সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ রাজুল আলী, মোহন ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও সভাপতি মোহন আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী জমশেদ আলী, দুর্ণীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরাম এর সাধারণ সম্পাদক এম.এ কাইয়ুম সুলতান, সাংবাদিক কে.এম.সাইদুল ইসলাম, সাংবাদিক আব্দুল মুকিদ, সাংবাদিক মহসিন আহমদ, সাংবাদিক রিপন আহমদ, নাগরিক টিভি জেলা প্রতিনিধি বিকাশ দাশ, সাংবাদিক বিজয় শাহ, সাংবাদিক জাহেদুল ইসলাম পাপ্পু, খালেদ আহমদ সমীর (স্বাধীন বাংলা টিভি), এসএম ফাউন্ডেশন এর পরিচালক তোফাজ্জল হোসেন, আমার গৌরব ফাউন্ডেশন এর সভাপতি আলতাফ হোসেন ও মাহি আহমদ প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দকে বরণ করে নেন দৈনিক গণমুক্তি পরিবারের সদস্যরা।