1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ১২ মার্চ ২০২৫, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
ভান্ডারিয়ায় ওয়ার্ল্ড ভিশনের ৫ ‘শূণ্য’ প্লাস অভিযানের শুভ উদ্ভোধন মৌলভীবাজার ডিস্ট্রিক্ট কাউন্সিল-ইউকে (MDC)-এর ইফতার আয়োজন দৈনিক যায়যায়দিন প্রধান কার্যালয় দখল এবং ঠুনকো অজুহাতে পত্রিকা ডিক্লারেশন বাতিলের প্রতিবাদে সংবাদ সম্মেলন আইবিসিএফ টাস্ক কমিটির ৪২তম সভা অনুষ্ঠিত আন্তর্জাতিক নারী দিবসে সমবায় আন্দোলনের নেতা মোশাররাফ হোসেন শোনালেন গ্রামীণ নারীদের স্বনির্ভরতার গল্প বিশিষ্ট ব্যবসায়ী ও এপেক্স গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহী আর নেই কুমিল্লায় সাংবাদিকের বাসায় চুরি কুমিল্লাস্থ নাঙ্গলকোট ফোরামের ইফতার মাহফিল রিফাত চৌধুরীর অসাধারণ সাফল্য: গর্বিত মিশিগান প্রবাসী বাংলাদেশিরা, গর্বিত আলীনগরবাসী – এম এ হোসেইন  দিনাজপুরে ইট ভাটা মালিক ও শ্রমিকদের বিক্ষোভ ও প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান

মৌলভীবাজার ডিস্ট্রিক্ট কাউন্সিল-ইউকে (MDC)-এর ইফতার আয়োজন

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ৯ বার দেখা হয়েছে

ব্রিটেন থেকে মোহাম্মদ আনোয়ার হোসেইন :  মৌলভীবাজার ডিস্ট্রিক্ট কাউন্সিল-ইউকে (MDC) তাদের ১৯ বছরের সেবামূলক কার্যক্রমের ধারাবাহিকতায় এক ব্যতিক্রমী বহুধর্মীয় ইফতার মাহফিলের আয়োজন করেছে। ১১ মার্চ ২০২৫, মঙ্গলবার সন্ধ্যা ৬:০২ মিনিটে অনুষ্ঠিত এই মহতী অনুষ্ঠানে ২০০+ অতিথি একত্রিত হয়ে সৌহার্দ্য ও মানবতার বার্তা ছড়িয়ে দেন।
ইফতারের মাধ্যমে সম্প্রীতির বার্তা
অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে, যা পরিচালনা করেন সৈয়দ রুয়াজ আহমেদ এবং মাওলানা বশির আহমদ জালালাবাদ মসজিদের । এরপর MDC-এর সভাপতি ওলি খান এমবিই স্বাগত বক্তব্যে সংগঠনের ১৯ বছরের সেবামূলক কার্যক্রমের কথা তুলে ধরেন।

তিনি বলেন, “যুক্তরাজ্যে প্রায় ২,৫০,০০০ মৌলভীবাজারি মানুষ বসবাস করেন, এবং সবাইকে ঐক্যবদ্ধভাবে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য MDC কাজ করে যাচ্ছে। আমাদের মূলমন্ত্র হলো— ‘রমজানে কেউ অভুক্ত থাকবে না।’ দানশীলতা ও সহানুভূতির মাধ্যমে আমরা একে অপরের পাশে দাঁড়াতে চাই।”
গণ্যমান্য অতিথিদের উপস্থিতি:
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টিভিনেজ
কাউন্সিলের মেয়র জিম ব্রাউন – বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্টিভেনেজ কাউন্সিলর সাবেক মেয়র মাইলা আর্সেনো – সাবেক মেয়র তাহের খান লোটন কাউন্সিল, সাবেক কাউন্সিলর ইরাক চৌধুরী, কাউন্সিলর আজিজুল আম্বিয়া – লুটন বরো কাউন্সিল
টিপু রহমান – প্রধান কোষাধ্যক্ষ, BCA,ফয়জুল হক, সরুক মিয়া, মালিক উদ্দিন – সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, BCA,আলী আকলাক – BCA কমিউনিটি অ্যাক্টিভিস্ট
মোহাম্মদ আনোয়ার হোসেন – CEO, Al Arafa TV & Editor, Arafatnews,শোয়াইদুল ইসলাম চৌধুরী – প্রশিক্ষণ সচিব, BCA
জামজাম রশিদ – BCA NEC
সাহেদ উদ্দিন ও সাবাহ বশির – PayTap এর CEO ও MD
রুবায়াত জাহান – বিশিষ্ট কণ্ঠশিল্পী প্রবীণ ব্যক্তিত্ব ও কমিউনিটি লিডারগণ – কবি কাজল রশিদ, শাহিন আহমদ (রুপসী সাড়ী), বাবুল আহমদ, আজিজ আহমদ, আনোয়ার হুসেন, আনিছ আহমদ, সিপন আহমদ, আক্তার আলী, বাছিদ আহমদ, পাপ্পু চৌধুরী, আহাদ গাজী, জুবায়ের আহমদ, জাকারিয়া আহমদ প্রমুখ। অনুষ্ঠানের প্রধান অতিথি
স্টিভেনেজের মেয়র কাউন্সিলর জিম ব্রাউন বলেন, “রমজানের এই পবিত্র সময়ে MDC যেভাবে সমাজের পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়াচ্ছে, তা সত্যিই প্রশংসনীয়।”MDC-এর মানবসেবা কার্যক্রম২০০৬ সালে প্রতিষ্ঠিত MDC বর্তমানে একটি অরাজনৈতিক, অলাভজনক ও স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে কাজ করছে। সংগঠনটি বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে, যার মধ্যে উল্লেখযোগ্য:
✅ দরিদ্র পরিবারকে রিকশা প্রদান
✅ অসচ্ছল শিক্ষার্থীদের জন্য শিক্ষা সহায়তা
✅ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য ঘর নির্মাণ
✅ শীতার্ত মানুষের জন্য হাজারো কম্বল বিতরণ
✅ অসুস্থদের জন্য জরুরি চিকিৎসা সহায়তা
✅ কোভিড-১৯ চলাকালীন NHS স্টাফ ও গৃহহীনদের সহায়তা
✅ বাংলাদেশে বিভিন্ন দাতব্য প্রকল্পে অর্থ সহায়তা
বিশেষভাবে, রমজান খাদ্য বিতরণ কর্মসূচি MDC-এর অন্যতম প্রধান উদ্যোগ। মৌলভীবাজার জেলার ৭টি থানায় হাজারো পরিবারের মাঝে শুকনো খাদ্য বিতরণ করা হয়, যা এ পর্যন্ত ১,০০,০০০+ মানুষকে সহায়তা করেছে।
আয়োজনে সংগঠকদের ভূমিকা
অনুষ্ঠান সফলভাবে আয়োজন করতে যাঁরা নিরলস পরিশ্রম করেছেন, তাঁদের প্রতি MDC গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে। তাদের মধ্যে রয়েছেন:
এস. আর. চৌধুরী লকনু, মহাসচিবকমরুজ্জামান খান, যুগ্ম সম্পাদক,সৈয়দ শামীম ইসলাম, কোষাধ্যক্ষ
সৈয়দ রুয়াজ আহমেদ,সাহেদ কোরেশি,মোহাম্মদ আলী,জুবের আহমেদ,লুৎফুর রহমান,লিমন মাহবুব,সৈয়দ আবুল হোসেন,সাদ উদ্দিন সিদ্দিকী,সেলিম খান,সৈয়দ ফুল মিয়া,রুকন আহমেদ,আব্দুর রহিম,সেলিম আহমদ,সৈয়দ সামাদ আলী,ফজলুর রহমান, আলী আসরাফ, লিটন আহমদ, ইকবাল আহমদ, আব্দুল আলীম, আপেল আহমদ, সাংবাদিক আজিজুল আম্বিয়া, জাহাঙ্গীর আহমদ, কবি কাজল রশিদ, মুমিন চৌধুরী, দেওয়ান মনজুর আহমদসহ আরও অনেকে।
সহায়তার আহ্বান
MDC-এর সভাপতি ওলি খান এমবিই বলেন, “এই মহৎ উদ্যোগগুলো আপনাদের সহযোগিতা ও উদারতার মাধ্যমেই সম্ভব হয়েছে। আমরা সবাই একসঙ্গে মানবতার কল্যাণে কাজ করলেই সমাজে ইতিবাচক পরিবর্তন সম্ভব।”
MDC সকল দাতা ও স্বেচ্ছাসেবকদের আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে আগামীতেও এই ধরনের উদ্যোগ সফলভাবে পরিচালনার আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com