জালালুর রহমান, মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীজার -২ আসন কুলাউড়া উপজেলা নিয়ে গঠিত। মৌলভীবাজারে রাজনীতিতে নানা কারণে এই আসনটির গুরুত্ব অনেক। একাধিক প্রার্থী হওয়ার ফলে । তাদের ভোট ভাগ হওয়ার সুযোগে, এগিয়ে আছেন সচ্ছ রাজনৈতিক পরিচয় পাওয়া সাবেক এমপি এমএম শাহীন। সোনালী আঁশ প্রতিকে প্রচারণার পর থেকেই যে দিকেই গেছেন পেয়েছেন নিরব সমর্থন। ভোটারদের মতে নিরব ভোট বিপ্লবেই তিনি এবার জয়ী হতে যাচ্ছেন। ভোটারদের সাথে কথা বলে এমনটা জানা গেছে। বিভিন্ন শ্রেণীপেশার মানুষের সাথে কথা বলে জানা যায় সাবেক এমপি এমএম শাহীনের নিজস্ব একটি ভোট ব্যাংক রয়েছে এ আসনে। বিশেষ করে চা বাগান শ্রমিক ও সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে তার একটি অবস্থান গড়ে উঠেছে। এছাড়াও বিএনপি ও এর অঙ্গ সংগঠনের সমর্থকদের নিরব সমর্থন আছে তার প্রতি। তরুণ সম্প্রদায়ের ভোটারের মধ্যেও তিনি জনপ্রিয় হয়ে উঠছেন বেশ কয়েক বছরে। ফলে এবারের নির্বাচনে তিনি অনেকটা সুবিধাজনক অবস্থানে আছেন। সম্প্রতি ভোটাররা এমন ব্যক্তিকে চান যিনি সব সময় তাদের মধ্যে পাশে থাকেন। বিজয়ের সম্ভাবনা সম্পর্কে এম এম শাহীন বলেন, এটাই তার শেষ নির্বাচন। শেষবারের মতো তিনি ভোট ভিক্ষা চাচ্ছেন এলাকাবাসীর কাছে। উল্লেখ্য ইতিপূর্বে তাকে দুবার বিজয়ী করেছে তারা। তার পূর্ব কাজ মূল্যায়ন করে এবারও তাকে শেষবারের মতো ভোট দিয়ে বিজয়ী করলে এলাকার উন্নয়নে নিজের শেষ রক্তবিন্দু দিয়ে পাশে থাকবেন, বলে জানান তিনি। সাবেক দুইবারের এমপি এম এম শাহীন তৃণমূল বিএনপির সোনালীআঁশ প্রতীক নিয়ে ভোটের মাঠে রয়েছেন সক্রিয়। অত্যন্ত জনপ্রিয় এই নেতা ২০০১ সালে স্বতন্ত্র প্রার্থী হয়ে বিজয়ী হয়েছিলেন। এ নির্বাচনে ব্যাক্তিগত জনপ্রিয়তা ও তৃণমূল বিএনপির সুবিধা কাজে লাগিয়ে নির্বাচনের বৈতরণী পার হয়ে গেলে অবাক হবার কিছুই থাকবেনা। ওই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্ধিতায় রয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা মো: আব্দুল মতিন (কাঁচি), স্বতন্ত্র প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান থেকে পদত্যাগ করা ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ এ কে এম সফি আহমদ সলমান (ট্রাক), জাতীয় পার্টির আব্দুল মালিক (লাঙ্গল), বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এনামুল হক মাহতাব (মোমবাতি), ইসলামী ঐক্যজোটের আছলাম হোসাইন রহমানী (মিনার) ও বিকল্পধারা বাংলাদেশের মো. কামরুজ্জামান সিমু (কুলা)। ভারতীয় সীমান্ত ঘেঁষা মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা নিয়ে গঠিত মৌলভীবাজার-২ আসন। এ আসনের ১৩টি ইউনিয়ন এবং ১টি পৌরসভায় মোট ভোটার সংখ্যা হলো ২ লাখ ৮৫ হাজার ৪৭২। তন্মধ্যে পুরুষ ১ লাখ ৪৬ হাজার ৬৩৫ ও মহিলা ভোটার সংখ্যা হলো ১ লাখ ৩৮ হাজার ৮৩৭ জন। মোট ভোট কেন্দ্র হলো ১০৩।