বঙ্গনিউজবিডি ডেস্ক: সুপার এইটের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে বৃষ্টি আইনে ২৮ রানে হেরেছে বাংলাদেশ। ব্যাটিং ও বোলিং কোনো বিভাগেই অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জ জানাতে পারেনি বাংলাদেশ। অজিদের বিপক্ষে প্রথমে ব্যাট করে স্কোরবোর্ডে জমা করেছে মোটে ১৪০ রান। এই পুঁজিতে যে ম্যাচ জেতা যায় না তা মানছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তও। ম্যাচ শেষে তিনি জানিয়েছেন লড়াই করতে অন্তত ১৭০ রান করা উচিত ছিল বাংলাদেশের।
এবারের বিশ্বকাপে শুরু থেকেই ধুঁকছে বাংলাদেশি ব্যাটাররা। বলতে গেলে বাংলাদেশ সুপার এইটে এসেছে বোলারদের একক নৈপুণ্যে। তবে সেটা সম্ভব হয়েছে উইকেটের কারণেও। অজিদের বিপক্ষে জয় পেতে তাই বাড়তি দায়িত্ব নিতে হতো ব্যাটারাদের। যা পারেনি তার দল। বাংলাদেশের ইনিংস থেমেছে ৮ উইকেটে ১৪০ রানে। যাকে দিনশেষে হারের কারণ হিসেবে দেখছেন শান্ত।
ম্যাচ শেষে তিনি বলেন, ‘উইকেট ভালো ছিল, যদিও একটু ধীরগতির, কিন্তু আমাদের ১৭০ রান করা উচিত ছিল বলেই আমার মনে হয়।’
বাংলাদেশ এদিন রিশাদকে চমক হিসেবে ৪ নাম্বারে নামিয়েছে। যদিও তাদের সেই লক্ষ্য সফল হয়নি। যা নিয়ে শান্ত বলেন, ‘এই ধরনের দলের বিপক্ষে আপনাকে কিছু জুয়া খেলতে হবে, যেমন আমরা রিশাদকে ৪ নম্বরে নামিয়েছি। আমরা ভিন্ন কিছু করার চেষ্টা করেছি। তবে সেটা কাজে দেয়নি।’
লম্বা সময় ধরে রান খরায় ভোগা শান্ত এদিন কিছুটা রান পেয়েছেন। একটা সময় তো মনে হচ্ছিল ফিফটির দেখাও পেয়ে যাবেন তিনি। তবে শেষ পর্যন্ত তাকে থামতে হয়েছে ৩৬ বলে ৪১ রান করে। নিজের ইনিংসের মূল্যায়ন করে তিনি বলেন, ‘দায়িত্ব নিতে পেরে ভালো লাগছে। কারণ আমি এটি করতে ভালোবাসি। এখন পর্যন্ত সব ঠিক আছে। আশা করি আমি এটা ধরে রাখতে পারব।’
বাংলাদেশের পরের ম্যাচ ভারতের বিপক্ষে। যা মাঠে গড়াবে আগামীকাল রাত সাড়ে ৮টায়। যা নিয়ে শান্ত বলেন, ‘আমাদের টপ অর্ডার কিছু রান পেয়েছে। আমরা শেষ কিছু ম্যাচে সংগ্রাম করছিলাম। আমাদের বোলাররা শেষ ২-৩ ম্যাচে ভাল করেছে। আশা করি বোলাররা তাদের ফর্ম বজায় রাখবে।’