মৎস্য শিল্প কে বাচিয়ে রাখতে বাংলাদেশ কৃষি ব্যাংক পাশে থাকবে মাননীয় চেয়ারম্যান মহোদয় এর বাণী
আজ সকাল ১০ ঘটিকায় ধীতপুর একটি মৎস্য মৎস্য প্রকল্পের অফিস কক্ষে
দাউদকান্দি প্লাভন ভুমি মডেল এর মৎস্য চাষীদের সাথে মতবিনিময় সভা করেছেন। বাংলাদেশ কৃষি বাংক দাউদকান্দি শাখা এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কৃষি সচিব জনাব মোঃ নাসিরুজ্জাম স্যার চেয়ারম্যান পরিচালনা পর্ষদ বাংলাদেশ কৃষি বাংক।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জি এম জনাব মোঃগোলাম আরিফ স্যার, ডি জি এম হাৎয়াত মাহমুদ, ব্যবস্হাপক জামাল উদ্দিন কৃষি বাংক দাউদকান্দি শাখা। আরও উপস্থিত ছিলেন বিভিন্ন মৎস্য চাষ প্রকল্পের পরিচালক বৃন্দ সহ তিন বারের কুমিল্লা জেলার মৎস্য উৎপাদন শ্রেষ্ঠ জনাব আলী আহম্মেদ মিয়াজী দাউদকান্দি প্লাভন ভুমি মডেল নিয়ে বিশেষ আলোচনা করা হয় সহজ সর্তে ব্যাংক লোন কিভাবে পেতে পারে মাননীয় চেয়ারম্যান মহোদয় এবং সকল মৎস্য চাষি চেয়ারম্যান স্যার আসস্ত করেন এবং দাউদকান্দি প্লাভন ভুমি মডেল এ লোন ব্যবস্তা করবেন ইনশাআল্লাহ এখানে গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হয় আমাদের ইলিয়টগঞ্জ বাজার অথবা রাইপুর ইস্টেসন একটি নতুন শাখার করবেন মাননীয় চেয়ারম্যান মহোদয় বলেছেন।প্লাবন ভুমি মডেল এর পক্ষে আলোচনা করেন জনাব আলী আহম্মেদ মিয়াজী, মোস্তফা ফারুক পিন্টু,মহসিন আহমেদ, মাহাবুব আলম সবুজ, ইকরামুল করিম অপু, জাহাঙ্গীর আলম, মোস্তফা জামাল, সহ আরোও অনেক এ আলোচনা অংশ গ্রহণ করেন।