বঙ্গনিউজবিডি ডেস্ক : কয়েকটি উচ্চ পর্যায়ের বৈঠক ও মার্কিন কংগ্রেসে ভাষণ দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রে গেছেন ইউক্রেনের ফার্স্ট লেডি ওলেনা জেলেনস্কা।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আগেই ভার্চুয়ালি মার্কিন কংগ্রেসে ভাষণ দিয়েছেন। এসময় তিনি রাশিয়াকে প্রতিরোধ করার জন্য আরও সামরিক সরঞ্জাম চেয়েছেন যুক্তরাষ্ট্রের কাছে।
এই সফরে সোমবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের সাথে বৈঠক করেছেন ইউক্রেনের ফার্স্ট লেডি। এছাড়ও মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেনের সাথেও তিনি স্থানীয় সময় মঙ্গলবার বৈঠক করবেন।
আর বুধবার মার্কিন আইনপ্রণেতাদের উদ্দেশে কংগ্রেসে ভাষণ দেবেন ইউক্রেনের ফার্স্ট লেডি।
যদিও ইউক্রেন সরকারের কোনও পদেই আনুষ্ঠানিকভাবে নেই ওলেনা। তবে ধারণা করা হচ্ছে আরও বেশি সামরিক অস্ত্রের দাবি নিয়েই তিনি যুক্তরাষ্ট্র সফরে গেছেন।