বঙ্গনিউজবিডি ডেস্ক: গাজায় যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো নিয়ে আলোচনা করতে ইসরায়েল সফরে গেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। এই সফরে তিনি অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ডটিতে মানবিক সহায়তা পাঠানোর উপায় নিয়েও আলাপ করবেন।
বৃহস্পতিবার সকালে তিনি তেল আবিবে পৌঁছান।
দেড় মাস ধরে চলা ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধে প্রথমবারের মতো যুদ্ধবিরতি শুরু হয় ২৪ নভেম্বর। পরে প্রথম দফা শেষে যুদ্ধবিরতির মেয়াদ আরও দুদিন বাড়াতে একমত হয় দুইপক্ষ। দ্বিতীয় দফা আরও বাড়ানো হয় সাময়িক এই যুদ্ধবিরতির মেয়াদ।
সর্বশেষ চুক্তি অনুযায়ী, যুদ্ধবিরতি শেষ হওয়ার কথা স্থানীয় সময় শুক্রবার সকাল ৭টায়। তবে তার আগেই কাতার ও মিসরের মধ্যস্থতায় যুদ্ধবিরতির মেয়াদ আরও বাড়ানোর আলোচনা শুরু হয়েছে। এরই মধ্যে ইসরায়েলে পৌঁছালেন ব্লিংকেন। হামাস ও ইসরায়েলের মধ্যে শুরু হওয়া সংঘাতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এটা তৃতীয় সফর। সূত্র: ওয়াশিংটন পোস্ট, রয়টার্স, জেরুজালেম পোস্ট