বঙ্গনিউজবিডি ডেস্ক : রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টার ব্যবধানে করোনায় আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত বিভাগে করোনায় মোট মৃতের সংখ্যা ৮২২ জন। নতুন করে আরও ৩২৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ২৫ দশমিক ২৭ শতাংশ।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত প্রাপ্ত তথ্যে রংপুরে ১ জন, পঞ্চগড়ে ২ জন, নীলফামারীতে ৪ জন, কুড়িগ্রামে ৩ জন, ঠাকুরগাওয়ে ৩, দিনাজপুরে ২ জন মৃত্যুবরণ করেছেন।
এ পর্যন্ত দিনাজপুর জেলায় ২৫৪ জন, রংপুরে ১৬৯, ঠাকুরগাঁওয়ে ১৫৭, নীলফামারীতে ৬৩, লালমনিরহাটে ৪৭, পঞ্চগড়ে ৪৯, কুড়িগ্রামে ৪৫ ও গাইবান্ধার ৩৮ জন মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২১৮ জন। নমুনা পরীক্ষায় আরও ৩২৬ জনের করোনা শনাক্ত হয়েছে।
এর মধ্যে রংপুরে ৩৭ জন, দিনাজপুরে ৪৪ জন, কুড়িগ্রামে ২১ জন, নীলফামারীতে ৫৭ জন, ঠাকুরগাঁওয়ে ১০৪ জন, গাইবান্ধায় ২৪ জন, পঞ্চগড়ে ৩০ জন ও লালমনিরহাটে ৯ জন রয়েছেন। বিভাগে এ পর্যন্ত ১ লাখ ৯৯ হাজার ১১৬ জনের নমুনা পরীক্ষা করে ৩৯ হাজার ১৪৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছেন। এছাড়াও বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. আবু মো. জাকিরুল ইসলাম স্বাস্থ্য বিধি মেনে চলার আহ্বান জানান।