বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : রমজানের প্রস্তুতি কিভাবে নিতে হবে। রজব ও শাবান মাস রমজানের প্রস্তুতি গ্রহণের মাস।নেক আমলের মাত্রা বৃদ্ধি করে যথাযথ প্রস্তুতি গ্রহণ করতে হবে। কিভাবে আমাদের প্রস্তুতি নেয়া দরকার?
এ বিষয়ে এখন থেকেই গভীর মনোযোগ দিতে হবে। বিশেষ করে নেক আমল বৃদ্ধি করতে হলে জীবনে চলার পথে সংগী – সাথী নির্বাচনে যত্নবান হওয়া উচিত।
আল্লাহ তায়ালা কুরআনে ইরশাদ করেন,হে ঈমানদারগণ! তোমরা আল্লাহকে ভয় কর এবং সত্যবাদীগনের সহচর বানাও। আয়াতের আলোকে বোঝা যায় আল্লাহর ভয় ও সত্যবাদীদের সাথে থাকলে সত্য ও ন্যায়ের চলা সহজ হয়। নেক আমল করা সহজতর হয়।
উত্তম সংগীর গুণাবলী।
১, যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়।
২, যে পরকালকে পার্থিব জীবনের উপর প্রাধান্য দেয়।
৩, যে আল্লাহর হুকুম যথাযথ পালন করে।
৪, যার মনে আল্লাহ ও তাঁর রাসূলের প্রতি সর্বাধিক ভালোবাসা রয়েছে।
৫, যে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন ও সর্বক্ষেত্রে দ্বীনকে প্রাধান্য দেয়।
৬,যে কাউকে ভালবাসলে আল্লাহর জন্য ভালবাসে, কারো প্রতি বিদ্বেষ পোষণ করলে তাও আল্লাহর সন্তুষ্টির জন্যই করে।
৭, যে সত্যাশ্রয়ী ও সততা বজায় রাখে।
এসকল গুনের অধিকারীদের সাথে সাক্ষাৎ করলে, বন্ধু নির্বাচন করলে নেক আমল করা সহজ হবে।
রমজানের প্রস্তুতি গ্রহণের জন্য সৎ লোকের সাথে বন্ধুত্ব করলে নেক আমল বৃদ্ধি পাওয়ায় সম্ভাবনা রয়েছে। আল্লাহ আমাদের সবাইকে কুরআন ও হাদীসের আলোকে সৎ সংগী নির্বাচন করে জীবনযাপন করার তৌফিক দান করুন। আমীন।
লেখক : হাফেজ মাওলানা মুফতি আব্দুল হালীম আযহারী। খতীব, আল হেরা জামে মসজিদ, পূর্ব শেখদি, যাত্রাবাড়ী, ঢাকা।