বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : রজব মাস হলো রমজান মাসের ভূমিকা স্বরূপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কারণেই এই মাস আসার সাথে সাথে দোয়া করতেন এবং সাহাবায়ে কেরামকে রমজানের প্রস্তুতি গ্রহণ করার আদেশ দিতেন।
তিনি যে দোয়া করতেন,
হে আল্লাহ রজব ও শাবান মাসকে আমাদের জন্য বরকতময় করে দেন, এবং আমাদের হায়াত কে রমজান পর্যন্ত বৃদ্ধি করে দেন।
আমরা যে আমলের মাধ্যমে রমজানের প্রস্তুতি গ্রহণ করবো।
১, পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার চেষ্টা করতে হবে।
২, প্রতি সোমবার ও বৃহস্পতিবার রোজ রাখতে হবে।
৩, প্রতি চন্দ্র মাসের ১৩, ১৪ ও ১৫ তারিখ রোজা রাখার চেষ্টা করতে হবে।
৪, সকল প্রকার অপরাধ ছেড়ে দিতে হবে।
৫, কারো প্রতি জুলুম নির্যাতন করা যাবেনা।
৬, অন্যায়ের প্রতিবাদ করতে হবে।
৭, আল্লাহর বিধান পালন করতে গিয়ে কোন তাল বাহানা করা যাবেনা।
৮, রমজানের আগে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে হবে।
৯, ফরজ, ওয়াজিব ও সুন্নাহর আলোকে জীবন গড়তে হবে।
১০, বেশি কুরআন তেলাওয়াত,দান সদকা, তওবা ইস্তেগফার করতে হবে।
আল্লাহ আমাদের সবাইকে বিষয়টি বুঝে আমল করার তৌফিক দান করুন।
লেখক : হাফেজ মাওলানা মুফতি আব্দুল হালীম আযহারী।
খতীব, আল হেরা জামে মসজিদ, পূর্ব শেখদি, যাত্রাবাড়ী, ঢাকা।