তাঁর মৃত্যুতে শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, “রফিকুল হক ‘দাদুভাই’ এর ইন্তেকালে মরহুমের শোকাহত পরিবারবর্গের মতো আমিও গভীরভাবে সমব্যাথী। দেশের একজন প্রবীণ সাংবাদিক হিসেবে তিনি ছিলেন সর্বজন শ্রদ্ধেয়। তার পরিকল্পনা ও তত্ত্বাবধানে দৈনিক পূর্বদেশে ‘চাঁদের হাট’ নামে ছোটদের একটি পাতা বের হওয়ার সময় থেকে ‘দাদুভাই’ নামে পরিচিতি পাওয়া এই গুণী ব্যক্তিত্ব সাংবাদিকতায় নিবিড় পেশাদারিত্বের উজ্জল স্বাক্ষর রেখেছেন। তার মৃত্যুতে দেশ একজন বরেণ্য সাংবাদিক ও শিশু সংগঠককে হারালো, এ শূন্যস্থান সহজে পূরণ হবার নয়।”
বিএনপি মহাসচিব শোকবার্তায় রফিকুল হক ‘দাদুভাই’ এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ, গুণগ্রাহী, শুভানুধ্যায়ী ও ভক্তদের প্রতি গভীর সমবেদনা জানান।