1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ০৬ এপ্রিল ২০২৫, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
কালিহাতীর সিংগাইরে নবনির্মিত কাঁচা রাস্তা কেটে দিলো প্রভাবশালীরা, এলাকাজুড়ে উত্তেজনা বীরগঞ্জে বাংলাদেশ সেনাবাহিনী ও ট্রাফিক পুলিশের যৌথ অভিযান। নাগরপুরে জামায়াতে ইসলামীর যুব বিভাগের প্রথম উপজেলা বৈঠক অনুষ্ঠিত মাদারগঞ্জ ইঞ্জিনিয়ার্স ফোরামের সৌজন্য সাক্ষাতে অতিরিক্ত আইজি ড. বিপ্লব আক্কেলপুরে সাবেক মেয়রের ভাইকে কুপিয়ে পায়ের রগ কাটলো প্রতিপক্ষরা বগুড়ার ৭টি আসনে জামায়াতের এমপি প্রার্থীতা পেলেন যারা কোনো কিছুর বিভেদ না করে সবাই মানুষ এই সম্প্রীতি বজায় রেখে সহবস্থান করুন… উপদেষ্টা সুপ্রদীপ চাকমা কালিহাতি ঝিনাই নদীর তীরে মহা অষ্টমী স্নান অনুষ্ঠিত, জনগণ দ্রুত সময়ে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়- আমিনুল হক যানজোট প্রতিরোধে বীরগঞ্জ পুলিশ সেনাবাহিনীর যৌথ অভিযানে স্বস্তি.

রমজানে জিনিসপত্রের দাম না বাড়ানোর জন্য ব্যবসায়ীদের প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টার অনুরোধ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ৭৪ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : রমজানে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম না বাড়ানোর জন্য ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

উপদেষ্টা আজ সন্ধ্যায় রাজধানীর মিরপুর পুলিশ লাইনে অবস্থিত পাবলিক ম্যানেজমেন্ট অর্ডার এর ব্যারাকসমূহ পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ অনুরোধ করেন।

উপদেষ্টা বলেন, অন্যান্য ধর্মাবলম্বীরা তাদের ধর্মীয় অনুষ্ঠানের সময় জিনিসপত্রের দাম কমিয়ে দেয়। মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোতেও রমজানে জিনিসপত্রের দাম কমিয়ে রাখা হয়। আর আমাদের দেশে উল্টোটা হয়, রমজানের সময় ব্যবসায়ীরা জিনিসপত্রের দাম বাড়িয়ে দেয়। তিনি বলেন, আমি ব্যবসায়ীদের অনুরোধ করবো তারা যেন এসময় জিনিসপত্রের দাম না বাড়ায়। রমজানের সময় তারা যেন জিনিসপত্রের দাম যথাসম্ভব কম রাখে। এটি করতে পারলে, ভোক্তাদের সাশ্রয়ী হবে, তারা স্বস্তি পাবে।

রমজানে অন্যান্য বছরের ন্যায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বিশেষ অভিনয় পরিচালনা করা হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেন, এটা আপনাদের বলতে বা স্বীকার করতে হবে যে এবার জিনিসপত্রের দাম গতবারের চেয়ে কম রয়েছে। আর অভিযান না চালিয়েও যদি জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে রাখা যায়, সেটা তো আরো ভালো।

লালমাটিয়ায় দুই নারীর ওপর হামলার বিষয়ে উপদেষ্টা বলেন, “আমি যতটুকু জেনেছি উনারা নাকি সিগারেট খাচ্ছিলো, কিছু লোক সেখান দিয়ে নামাজ পড়তে যাচ্ছিলো। উনারা (লোকেরা) বাধা দেয়ায় তাদের ওপর চা ছুঁড়ে মেরেছিল।” তিনি বলেন, পাবলিক প্লেসে ধূমপান নারী-পুরুষ উভয়ের জন্য অপরাধ। তাই সকলকে অনুরোধ করবো, কেউ যেন উন্মুক্ত স্থানে ধূমপান না করে। তিনি আরো বলেন, রোজার সময় সবাইকে একটু সংযমী হতে হবে। আর আমাদের ধর্ম উপদেষ্টা সবাইকে অনুরোধ করেছেন, রমজানে দিনের বেলায় বাইরে যেন কেউ খাবার না খায়। এটা করতে পারলে রোজাদারদের সম্মান করা হয়।

উপদেষ্টা এর আগে ‘পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম)’-এর ব্যারাকসমূহ পরিদর্শন করেন। তিনি তাদের বাসস্থান ঘুরে দেখেন ও খাবারের মান বিশেষ করে বিভিন্ন ইফতারি সামগ্রী পরীক্ষা-নিরীক্ষা করে দেখেন। খাবারের মানের ব্যাপারে যেনো কোনো আপস না করা হয়- এ বিষয়ে তিনি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দকে নির্দেশ দেন।

উপদেষ্টা এসময় জানান, রমজানের সময় ব্যারাকের পুলিশ সদস্যদের জন্য প্রাপ্য (নির্দিষ্টকৃত) খাবারের চেয়ে বেশি খাবার দেয়া হয়। ব্যারাকসমূহের রান্নাঘরের গ্যাস লাইনে পর্যাপ্ত প্রেসার বা চাপ না থাকায় রান্নায় সমস্যা হচ্ছে বিধায় উপদেষ্টা তাৎক্ষণিকভাবে জ্বালানি উপদেষ্টাকে বিষয়টি অবহিত করেন ও সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com