বঙ্গনিউজবিডি ডেস্ক: সৌদি আরবের আকাশে রোববার পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। সে হিসেবে আগামী মঙ্গলবার থেকে শুরু হবে রমজান মাস। আরবী তারিখের হিসাব নিরিখে বুধবার থেকে বাংলাদেশে রোজা শুরু হওয়ার কথা। তাও অবশ্য নির্ধারণ হবে চাঁদ দেখার উপর চাঁদ দেখা কমিটির বৈঠক হওয়ার কথা রয়েছে। এদিকে, আসন্ন রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের যৌক্তিক খুচরা মূল্য নির্ধারণ করেছে কৃষি বিপণন অধিদপ্তর।
আজ সোমবার বেলা ১১টায় রাজধানীর কৃষি বিপণন অধিদপ্তর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ ইউসুফ। বেধে দেওয়া মূল্য অনুসারে প্রতি কেজি পেঁয়াজের দাম ৪০ টাকা, চিনি ৬৭ টাকা এবং সয়াবিন তেল লিটারে ১৩৯ টাকা দরে বিক্রি করতে হবে বলে জানা গেছে।