বঙ্গনিউজবিডি ডেস্ক: বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, আসন্ন পবিত্র রমজান মাসে দেশের এক কোটি মানুষকে সাশ্রয়ী মূল্যে খাদ্যসামগ্রী প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
রোববার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
টিপু মুনশি বলেন, আন্তর্জাতিক বাজারে মূল্য বৃদ্ধির কারণে বাংলাদেশে কিছু পণ্যের ওপর এর প্রভাব পড়ছে। বাণিজ্য মন্ত্রণালয় টিসিবি’র মাধ্যমে সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য ট্রাক সেলে বিক্রয় অব্যাহত রেখেছে। আসন্ন পবিত্র রমজান মাসে দেশের এক কোটি তালিকাভুক্ত মানুষকে সাশ্রয়ী মূল্যে খাদ্যসামগ্রী প্রদান করার উদ্যোগ নেয়া হয়েছে। এখন যে চারশ’ ট্রাকের মাধ্যমে টিসিবির পণ্য দেওয়া হচ্ছে, প্রয়োজন হলে তা বাড়িয়ে আটশ’ করা হবে। রমজানে টিসিবি’র পণ্য দুইটা বাড়িয়ে ছয়টা পণ্য দেওয়া হবে।
তিনি বলেন, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে পণ্যের দাম নির্ধারণ করা হয়েছে। আন্তর্জাতিক বাজার ১০-১৫ দিন পর্যবেক্ষণ করে এ দাম বাড়ানো হয়েছে। এ সমন্বয় না করলে ব্যবসায়ীরা ইমপোর্ট করবে না। তখন আরো বড় সমস্যা দেখা দেবে। সরকার এখন যেটা পারে তা হলো ভর্তুকি দেওয়া। সরকার এটা করছে।
মন্ত্রী বলেন, রমজানের মধ্যে আমাদের পরিকল্পনা ছিল ৫০ লাখ লোককে সাশ্রয়ী মূলে খাদ্যসামগ্রী দেব, যারা আড়াই হাজার করে সরকারের টাকা পেয়েছিল তাদেরকে। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ৫০ লাখ নয়, এক কোটি মানুষকে দিতে হবে। তাই এক কোটি মানুষকে সাশ্রয়ী মূল্যে খাদ্যসামগ্রী দেওয়া হবে। প্রতি ১৫ দিন অন্তর অন্তর এক মাসে ২ বার করে দেওয়া হবে।
ব্যবসায়ীরা যদি ইমপোর্ট না করে সেক্ষত্রে সরকার এ উদ্যোগ গ্রহণ করবে কিনা এমন প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী, সরকার তো আর ব্যবসা করে না, ব্যবসা করে ব্যবসায়ীরা। কিন্তু আমরা সেটা দেখভাল করতে পারি, যাতে করে যথাযথ হয়। এটা আমাদের দায়িত্ব। ভোক্তাধিকারসহ যে সকল এজেন্সি আছে তারা বাজার মনিটরিং করে।