মোঃ জাহিদুর রহিম মোল্লা জেলা প্রতিনিধি রাজবাড়ী :
পবিত্র রমজান মাস উপলক্ষ্যে রাজবাড়ী জেলা প্রশাসনের তত্ত্বাবধায়নে ‘ন্যায্য মূল্যে’র বাজারের উদ্বোধন করা হয়েছে।
গেল বুধবার সকালে শহরের ২নং রেইলগেট এলাকায় ফিতা কেটে ও বেলুন উড়িয়ে ‘ন্যায্য মূল্যে’র বাজারের উদ্বোধন করেন রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার ।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মো: ইমরুল হাসান ,এনডিসি নাহিদুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন ।
ন্যায্য মূল্যের বাজার উদ্বোধনের পর বাজার ঘুরে দেখেন জেলা প্রশাসক । লাল শাক, ডাটা শাক, ডিম, তরমুজ, টমেটো, বেগুণ, কাঁচা মরিচ , পেঁয়াজ, কাঁচা কলা ,মিষ্টি কুমড়া, পেঁপে ,শশা সহ নিত্য প্রয়োজনীয় কাঁচা বাজারের পণ্য দেখা যায় বাজারে। প্রথম দিনে ৫জন দোকানী আসেন আগামীতে আর-ও দোকান আসবে বলে আসা পণ্য কিনতে আসা ব্যাক্তিদের।
এ সময় জেলা প্রশাসক সুলতানা আক্তার, প্রান্তিক কৃষকদের কাছ থেকে আনা সতেজ শব্জি অন্যান্য বাজারের তুলনায় ২ থেকে ৩ টাকা কমে পাওয়া যাবে এ বাজারে। এ বাজারের কোন দোকানিকে কোন ট্যাক্স দিতে হবে না । জেলা প্রশাসনের তত্ত্বাবধায়নে এখানে দোকান করে দেওয়া হয়েছে। দোকান ভাড়া দিতে হবেনা। রমজান মাস উপলক্ষ্যে সারা মাস জুড়ে ক্রেতারা যেন স্বল্প মূল্যে কাঁচা বাজার করতে পারে এ বিষয়টি মাথায় রেখে ন্যায্য মূল্যের বাজারের উদ্বোধন করা হয়েছে। রমজান মাস ব্যাপী চলবে এ বাজার ।