রাঙামাটি প্রতিনিধি : রাঙামাটিতে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সপ্তম ছাত্র অধিকার পরিষদের সপ্তম পরিষদ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপলক্ষে জেলা শহরের রেলি অনুষ্ঠিত হয়। রাঙামাটি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট আয়তনে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় সংগঠনের সভাপতি ওয়াহিদুজ্জামান রোমান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গণ-অধিকার পরিষদের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক লোকমান হোসাইন।
বিশেষ অতিথি হিসাব উপস্থিত ছিলেন গণ-অধিকার পরিষদের সংগঠক বিপিন চাকমা, এস এম বাসার।
এ সময় আর বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন রাঙামাটি জেলা সভাপতি হাসান মল্লিক, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি রাঙামাটি সরকারি কলেজ সভাপতি ইরফানুল হক সহ অন্যান্যরা।
আলোচনা সভায় বক্তারা বলেন প্রতিবাদ বিরোধী সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অন্যথায় আবারো কোন জালিম জনগণের উপর চেপে বসতে পারে। ন্যায়ের শাসন ও মানুষের অধিকার নিশ্চিত করার লক্ষে গণধিকার পরিষদ কাজ করে যাচ্ছে।
আলোচনা সভার আগে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি রেলি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশ স্থলে মিলিত হয়।