রাঙামাটি প্রতিনিধিরা : ঙামাটিতে জাতীয় গোল্ডকাপ অনুর্ধ ১৭ ফুটবল টুর্ণামেন্টের উপজেলা পর্যায়ের খেলা শুরু হয়েছে। উদ্বোধনী খেলায় বালক ও বালিকা গ্রুপে জয় পেয়েছে নানিয়ারচর উপজেলা।
নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুন্যের উৎসবের অংশ হিসেবে যুব ও মন্ত্রনালয়ের নির্দেশনায় রাঙামাটি জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া দপ্তরের আয়োজনে এ টুর্ণামেন্ট অনুষ্টিত হচেছ।
শুক্রবার ( ২৪ জানুয়ারী) সকাল ১০টায় রাঙামাটি সদর জোন মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ টুর্ণামেন্টের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মোহাম্মদ রুহুল আমীন।
এসময় বিশেষ অতিথি হিসেবে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. মামুনুর রশিদ মামুন উপস্থিত ছিলেন।
অন্যান্যের মধ্যে জেলা বিএনপির সহ সভাপতি আব্দুল মন্নান, যুগ্ম সম্পাদক মোঃ শফিকুল ইসলাম চৌধুরী, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য এ্যাড: মো. হারুন অর রশীদ, ডিএফএ সভাপতি বরুন বিকাশ দেওয়ান, জেলা ক্রীড়া অফিসার মোঃ হারুন অর রশিদ, সাবেক জেলা ক্রীড়া অফিসার স্বপন কিশোর চাকমা, ক্রীড়া সংগঠক মনিরুল ইসলাম, মাহবুবুল হক বাবু, মোঃ হান্নান প্রমূখ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী ম্যাচে বালিকা গ্রুপে নানিয়ারচর ৩-০ গোলে কাপ্তাই উপজেলাকে এবং বালকে কাপ্তাইকে ২-০ গোলে পরাজিত করে নানিয়ারচর শুভসূচনা করেছে।
নক আউট ভিত্তিক এ টুর্ণামেন্টে রাঙামাটি পৌরসভাসহ ১০ উপজেলার অনুর্ধ ১৭ বালক-বালিকা দল অংশ নিচ্ছে। প্রতিদিন ৪টি করে খেলা অনুষ্ঠিত হবে। ৩১ জানুয়ারী টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে।